মায়ের ভোগে চলে যাবে BJP, ২১-এর সভামঞ্চে হুঙ্কার সৌগতর

মায়ের ভোগে চলে যাবে BJP, ২১-এর সভামঞ্চে হুঙ্কার সৌগতর

কলকাতা: ধর্মতলায় শুরু সমাবেশ৷ ইন্দ্রনীল চৌধুরীর গানের পর শুরুতেই বক্তব্য রাখেন সুব্রত বক্সি৷ তাঁর পর বক্তব্য রাখেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায়৷ তিনি বলেন, অনেক চেষ্টা করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম শেষ করতে পারেনি৷ ইতিহাস বলে অহংকারীরা নয় সংগ্রামীরাই শেষ কথা বলে৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার মুখ্যমন্ত্রী৷ আর যে সিপিএম তাঁর উপর আক্রমণ করতে এসেছিল তাঁরা বিধানসভায় শূন্য৷ তিনি হুঁঙ্কার দিয়ে বলেন, মায়ের ভোগে চলে গিয়েছে সিপিএম৷ আগামী দিনে বিজেপি’ও মায়ের ভোগে যাবে৷ 

আরও পড়ুন- এই প্রথম ২১ জুলাইয়ের সভায় গরহাজির গৌতম দেব, কেন?

সৌগত আরও বলেন, বিজেপি মমতাকে চ্যালেঞ্জ করছে৷ আঘাত করছে৷ একশো দিনের কাজের টাকা আটকে রাখছে৷ অগ্নিপথের নাম করে সেনাবাহনীতে যোগ দিতে চাওয়া যুবকদের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে৷ এদের বিরুদ্ধেই আমাদের লড়াই৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামীদিনে দল যে আন্দোলনের ডাক দেবে সেই আন্দোলনে আমরা সামিল হব৷