বাংলার ভোটে খুশি নির্বাচন কমিশনার! কিন্তু কেন?

কলকাতা: বাংলার ভোটে খুশি নির্বাচন কমিশন। “বুলেট নয়, ব্যালটেই আস্থা রেখেছে বাংলা”, রক্তপাতহীন বাংলার ভোটকে সোমবার সাংবাদিক বৈঠকে এভাবেই ব্যাখ্যা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব…

কলকাতা: বাংলার ভোটে খুশি নির্বাচন কমিশন। “বুলেট নয়, ব্যালটেই আস্থা রেখেছে বাংলা”, রক্তপাতহীন বাংলার ভোটকে সোমবার সাংবাদিক বৈঠকে এভাবেই ব্যাখ্যা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

তিনি বলেন, “আমরা কী রকম হিংসা দেখতাম আপনাদের মনে আছে? কিন্তু এবার সেরকম কোনও ঘটনা ঘটেনি। ঝাড়খণ্ড, মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কাশ্মীর-সহ সারা দেশে সে রকম কোনও হিংসার ঘটনা ঘটেনি।” তিনি আরও বলেন, “আগে ভোটের সময় কী রকম টাকা, শাড়ি, মদ বিলি হত আপনারা জানেন। এবার তা রুখে দেওয়া গিয়েছে। আড়াই বছরের চেষ্টাতেই তা সম্ভব হয়েছে। আমরা জানতাম আমরা এটা হতে দেব না। ১০ হাজার কোটির জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে। ৪ হাজার ৩৯১ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে।”

উল্লেখ্য, প্রাণহানি, গোলাগুলি, বোমবাজি, রক্তারক্তি। বাংলার ভোট আর হিংসা যেন একে অপরের সঙ্গে যুক্ত ছিল। তা সে পঞ্চায়েত ভোট হোক, বিধানসভা অথবা অতীতের লোকসভা নির্বাচন। কিন্তু চব্বিশের ভোটে চমক। সাত দফার দীর্ঘতম সময়সীমার ভোটে তেমন বড় কোনও অশান্তির সাক্ষী হয়নি বাংলা। ঝরেনি সেভাবে রক্ত। হয়নি প্রাণহানিও। আর বাংলার মানুষ বুলেট নয়, ব্যালটেই আস্থা রাখায় খুশি মুখ্য নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *