Aajbikel

মুখে মাখা কালি! চাকরির দাবিতে থালা বাজিয়ে, ফুটবল খেলে কলকাতার পথে টেট উত্তীর্ণরা

 | 
টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে রণক্ষেত্র করুণাময়ী

কলকাতা: নিয়োগের দাবিতে দীর্ঘ দিন ধরেই রাস্তায় পড়ে আন্দোলন চালাচ্ছেন হবু শিক্ষকরা৷ ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক নিয়োগের পরীক্ষা হয়েছিল রাজ্যে। এর পর বছর ঘুরে গেলেও টেট উত্তীর্ণ প্রার্থীরা চাকরি পাননি। তাই ২০২৪ সালের শুরুতেই নিয়োগের দাবি তুলে পথে নামলেন বাইশ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের নিয়োগ দিতে হবে৷ আলোচনায় বসতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এই দাবিতেই মঙ্গলবার শিয়ালদহ থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন টেট উত্তীর্ণরা।  ডোরিনা ক্রসিংয়ের পৌঁছে রাস্তার উপর বসে পড়েন তাঁরা৷ কেউ কেউ রাস্তায় শুয়েও পড়েন৷ তাঁদের দাবি, অবিলম্বে রাজ্যের ৫০ হাজার শূন্যপদে নিয়োগ করতে হবে রাজ্যকে। তাঁদের হাতে ধরা পোস্টারে লেখা রয়েছে দাবিদাওয়া৷ সকলের মুখে কালি মাখা। রীতি মতো থালা বাজিয়ে চাকরির দাবি জানান তাঁরা৷ কিছু চাকরিপ্রার্থী আবার রাস্তার উপর 'প্রতীকী' ফুটবলও খেলেন।

Around The Web

Trending News

You May like