কলকাতা: সবুরে মেওয়া ফলল না। শীতের মৌসুমে এ বছর হয়তো ২০ টাকার বাংলা মাল পেটে ফেলতে পারবেন না সুরাপ্রেমীরা। কারণ কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে আমার জন্য ২০ টাকার বাংলা মাল সরবরাহ এবার আর করতে পারছে না আবগারি দফতর। সেই কারণে শীতের মরসুমে চোলাইয়ের দিকে ঝোঁক বেড়েছে সুরা প্রেমীদের।
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ডিসেম্বর মাসের মাঝামাঝি ২০ টাকার পাউচ প্যাকে দিশি মদ বাজারে ছাড়া হবে বলে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়ে যায়, তাই এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে আবগারি দফতর। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চোলাইয়ের দামে সরকারি মদ বিক্রি করার, কারণ তাতে বিষ খেয়ে মৃত্যু ঠেকানো যাবে উল্টোদিকে চোরাকারবারীদের আটকানো সম্ভব হবে। কারণ দেশি মদের বড় বোতলের দাম এখন ১০০ টাকার কাছাকাছি, এদিকে একই পরিমাণ চোলাই মদ মেলে অর্ধেক দামে। সেই কারণে চোলাইয়ের দিকে ঝোঁক বাড়ানো হচ্ছে, সুরাপ্রেমীরাও চোলাইয়ের দিকে ঝুঁকছে।
প্লাস্টিকের প্যাকেটে মদ বিক্রি নিয়ে এর আগেও বহুবার প্রতিক্রিয়া মিলেছিল। সরকার মদ্যপানে উৎসাহ দিচ্ছে এই অভিযোগ তুলে হাইকোর্টে যায় একটি বৃহত্তম উৎপাদক সংস্থা। সেই মামলার প্রেক্ষিতে এ বছর ২০ টাকার পাউচ প্যাকের মদ বিক্রি থেকে সরে আসছে আবগারি দফতর।