রামলালার দর্শন পেতে সাইকেলে চেপেই মালদহ থেকে অযোধ্যায় পাড়ি দুই যুবকের

রামলালার দর্শন পেতে সাইকেলে চেপেই মালদহ থেকে অযোধ্যায় পাড়ি দুই যুবকের

কলকাতা: আর মাত্র হাতে গোনা কয়েক দিন৷ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রামমন্দির৷ সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতেই সাইকেলে চেপে অযোধ্যার উদ্দেশে রওনা হলেন মালদহের দুই যুবক৷ একজনের নাম রবি বিশ্বকর্মা (৩০)৷ দ্বিতীয়জন হলেন অভিজিৎ বাসফোর (২২)। মালদহ থেকে অযোধ্যার দূরত্ব প্রায় ৮০০ কিমি৷ তাতে কী! রামলালার দর্শন পেতে এই পথ নেহাতই কম৷ মনের জোরে সাইকেলেই নিয়েই বেরিয়ে পড়লেন দু’জন। মালদহ শহরের মনস্কামনা কালীমন্দিরে পুজো দিয়ে রওনা দেন তারা। ২০ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছনোর লক্ষ্য রয়েছে তাঁদের৷  সেই হিসাবে দিনে গড়ে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালাতে হবে রবিদের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *