Aajbikel

রাজু ঝাঁ হত্যাকাণ্ডে আরও গ্রেফতারি, সিটের জালে ২

 | 
raju

কলকাতা: গত ১ এপ্রিল দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা হয়ে খুন হন রাজেশ ঝা ওরফে রাজু। সেই ঘটনার ১৯ দিনের মাথায় হয় প্রথম গ্রেফতারি। সন্দেহভাজন একজনকে দুর্গাপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এবার এই ঘটনায় নয়া মোড়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও দুই যুবককে গ্রেফতার করল সিট। জানা গিয়েছে, দু’‌জনের বাড়ি উত্তরপ্রদেশ এবং বিহারে। তাদেরকে রাঁচি থেকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, গত একমাস ধরে তারা রাঁচির জগন্নাথপুরে বাড়ি ভাড়া নিয়ে লুকিয়ে ছিল। এদের মধ্যে একজনের বাড়ি বারাণসী এবং অন্যজনের বাড়ি গয়া। স্থানীয় থানার সাহায্য নিয়ে গতকাল মাঝরাতেই এই অপারেশন চালায় সিট আধিকারিকরা এবং তাদের হাতেনাতে গ্রেফতার করে। ধৃতদের ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ, জানা গিয়েছে সেই আবেদনে সাড়া দিয়েছে আদালত। সিট সূত্রে খবর, প্রথমে গ্রেফতার হওয়া অভিজিৎ মণ্ডলকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন এই দুজনের কথা। তারপরেই কয়েকজন অফিসার রাঁচি যান। 

ঘটনার দিন শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি ল্যাংচার দোকানের সামনে এক গাড়িতে বসেছিলেন রাজু। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তাঁর গাড়ির ঠিক পিছনে একটি নীল গাড়ি এসে দাঁড়িয়েছিল। ওই গাড়িটি থেকে ৩ জন নেমে এসে আচমকাই রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

Around The Web

Trending News

You May like