তিন শহর থেকে উদ্ধার ২১ কোটির সোনা

কলকাতা: কলকাতা ও শিলিগুড়িকে ‘ভরকেন্দ্র’ বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সোনা পাচারের এক বড়সড় চক্রকে পাকড়াও করল অর্থমন্ত্রকের রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিআরআই)। কলকাতা, শিলিগুড়ি এবং উত্তরপ্রদেশের লখনউতে গত বৃহস্পতিবার এবং শুক্রবারের এই অভিযানে উদ্ধার করা হয়েছে ৬৬ কেজি সোনা। যার অর্থমূল্য প্রায় ২১ কোটি টাকা। সোনা পাচার চক্রের চার চাঁইকে গ্রেপ্তার করেছে ডিআরআই। একইসঙ্গে উদ্ধার করা

তিন শহর থেকে উদ্ধার ২১ কোটির সোনা

কলকাতা: কলকাতা ও শিলিগুড়িকে ‘ভরকেন্দ্র’ বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সোনা পাচারের এক বড়সড় চক্রকে পাকড়াও করল অর্থমন্ত্রকের রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিআরআই)। কলকাতা, শিলিগুড়ি এবং উত্তরপ্রদেশের লখনউতে গত বৃহস্পতিবার এবং শুক্রবারের এই অভিযানে উদ্ধার করা হয়েছে ৬৬ কেজি সোনা। যার অর্থমূল্য প্রায় ২১ কোটি টাকা। সোনা পাচার চক্রের চার চাঁইকে গ্রেপ্তার করেছে ডিআরআই। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে সোনা পাচারের জন্য তৈরি বিশেষ প্রকোষ্ঠ সহ চারটি গাড়িও। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত গোটা দেশের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে ২.৬৩ টন চোরাই সোনা উদ্ধার করেছে শুল্ক বিভাগ। এর আগে ২০১৭-’১৮ আর্থিক বছরে শুল্ক বিভাগ ৩.২২ টন চোরাই সোনা উদ্ধার করেছিল। যা ছিল ২০১৬-’১৭ আর্থিক বছরের তুলনায় ১০৩ শতাংশ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =