চোপড়া: পেট্রল, ডিজেলের দাম লাগামছাড়া। রান্নার গ্যাসের সাহায্যে এক টাকায় চলবে দুই কিলোমিটার পথ। তাই খরচ বাঁচাতে রান্নার গ্যাসের সাহায্যে বাইক চালাচ্ছেন উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের মজিবুল ইসলাম।
তাঁর এই নতুন পদ্ধতির কথা জানাজানি হতেই মজিবুলের বাইক দেখতে প্রায় প্রতিদিন ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। এনিয়ে এলাকাবাসী অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। সকলেই আসছেন, দেখছেন অবং মজিবুলের এই উদ্যোগের প্রশংসাও করছেন৷
পেশায় ক্ষুদ্র চা চাষি মজিবুল ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার মিলিকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জানিয়েছেন, প্রথমে রান্নার গ্যাসের সাহায্যে সেচের পাম্পসেট চালিয়ে দেখেন। এবার বাইকটিও রান্নার গ্যাসের সাহায্যে চালানো শুরু করেছেন তিনি। পেট্রোপণ্যের অগ্নিমূল্যের বাজারে এই পদ্ধতিতে বাইক চালানো গেলে খরচ কিছুটা কম পড়বে বলে দাবি তাঁর।
মজিবুলের কথায়, ‘‘যেহারে পেট্রলের দাম বাড়ছে তাতে সত্যি নাস্তানাবুদ হাল হওয়ার জোগাড়৷ এদিকে পেট্রল, ডিজেলের দাম কমবে বলেও মনে হচ্ছে না৷ আবার বাইক ছাড়া চলাও অসম্ভব৷ তাই সবদিক বিবেচনা করে এই উদ্যোগ৷’’ একই সঙ্গে মজিবুল বলেন, ‘‘প্রথমে পরীক্ষামূলকভাবে চেষ্টা করেছিলাম৷ দেখলাম চলছে৷ হিসেবে করে দেখেছি এক টাকায় চলবে দুই কিলোমিটার পথ৷ তাই আর পেট্রল নয়, এবার থেকে রান্নার গ্যাসের মাধ্যমেই চালাচ্ছি বাইক৷’’ বাসিন্দারা জানিয়েছেন, মজিবুল ছোট থেকেই নিত্য নতুন বিষয় আবিষ্কার করতে উদ্যোগী হই৷ স্বভাবতই তাঁর এই কাজের প্রশংসা করছেন সকলেই৷