বিজেপির নবান্নে অভিযানে কেন বাস ভাড়া? DN-44 রুটের  বাস মালিককে সাসপেন্ড!

বিজেপির নবান্নে অভিযানে কেন বাস ভাড়া? DN-44 রুটের  বাস মালিককে সাসপেন্ড!

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিজেপি যুব মোর্চার ডাকে বৃহস্পতিবারের নবান্ন অভিযানের পরের দিনই ডিএন ৪৪ রুটের দুটি বাসকে সাসপেন্ড করল ওই বাস রুটের বাস মালিক সমিতি। বৃহস্পতিবার নবান্ন অভিযানে যুব মোর্চার কর্মীদের যাওয়ার জন্য ওই বাস দুটি ভাড়া করা হয়।

বিষয়টিতে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সহ-সভাপতি দেবদাস মণ্ডলের দাবি শাসকদল বিরোধীদের ওপর চূড়ান্ত অত্যাচার করছে। নির্দিষ্ট ভাড়া দিয়ে ওই বাস দুটি নিয়ে যাওয়া হয়l তাঁর দাবি বিজেপির কর্মসূচিতে যাওয়াতেই এই সাসপেনশন।

এদিকে বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। নিয়মভঙ্গের জন্য ওই বাস দুটিকে সাসপেন্ড করা হয়। বাস মালিক সমিতির একটি নিয়ম রয়েছে যাতে বলা হয়েছে কোনও ভাড়া নেওয়া হলে তা বাস মালিকরা সরাসরি নিতে পারবেন না। সমিতির মাধ্যমে তা নিতে হবে। সমিতির দাবি বিজেপি সমিতির কাছে আসেনি। ওই বাস দুটির মালিকরা মোটা টাকার বিনিময়ে বাস ভাড়া দিয়েছে।

সমিতির আরও দাবি বৃহস্পতিবার ভোরবেলায় পরপর ওই বাস দুটির চলাচলের সময় ছিল। কিন্তু পরপর বাস দুটি না আসায় যাত্রীরা চূড়ান্ত সমস্যায় পড়েন। বিক্ষুব্ধ যাত্রীরা ক্ষোভ দেখান। সমিতি জানিয়েছে যদি বাস দুটি সময়মত বিষয়টি তাদের জানাতো তবে তারা আগে থেকে রুটে অন্য বাসের ব্যবস্থা রাখতেন যাতে যাত্রীদের সমস্য়া না হয়। তবে আপাতত দু একদিনের জন্যই এই সাসপেনশন চলবে তারপর তা তুলে নেওয়া হবে বলে জানিয়েছে সমিতি।

বাসমালিক নিত্য সাহা জানিয়েছেন পাড়ার ছেলেরা বাস ভাড়া চাওয়ায় তিনি বাস দিয়েছিলেনl ওইদিন তার রুটের লাইন ছিলো কিনা তা জানতেন নাl সমিতিকে না জানিয়ে গাড়ি দেওয়াটা তার ভুল হয়েছে বলেও তিনি স্বীকার করেনl এদিকে গোটা বিষয়টি আরটিও এবং মহকুমাশাসককে চিঠি দিয়ে জানিয়েছে বাস মালিক সমিতি। বিষয়টি মালিকদের ভূল বলে জানিয়েছেন আরটিও। সাসপেনশনের বিষয়টি প্রথমে রাজনৈতিক আঙ্গিকে দেখা হলেও পরে বাস মালিক সমিতি ও বাসমালিকের বক্তব্যে পরিষ্কার হয় সম্পূর্ভাবে নিয়মভঙ্গের জন্যই এই সাসপেনশনের সাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =