কলকাতা: এ যেন উলট পুরাণ! দলবদল পরিস্থিতিতে আপাতত ব্যাকফুটে রয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার খেলা যেন ঘুরল। তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে গিয়েছিলেন ঘাসফুলের ২ বিধায়ক। এবার তারাই হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। এই ২ বিধায়ক হলেন নোয়াপাড়ার সুনীল সিংহ এবং বনগাঁ উত্তরের বিশ্বজিৎ দাস।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের দুজনের এই সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছে। ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে, তাহলে কি সদ্য বিজেপিকে যাওয়া এই ২ বিধায়ক আবার তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন? তাহলে কি বিজেপিতে ভাঙ্গন শুরু হতে চলেছে এই ঘটনাকে কেন্দ্র করে? যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টিকে হালকা ভাবে দেখছেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহ।
তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তনের জল্পনা উড়িয়ে সুনীল সিংহ দাবি করেছেন, উন্নয়নমূলক কাজের সাহায্য চাইবার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। এর সঙ্গে দলবদলের কোন সম্পর্ক নেই। একই সঙ্গে তাদের তরফে জানানো হয়েছে, বিধায়ক তহবিল নিয়ে কথা বলতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা। আরও জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়া মাত্রই তাঁকে প্রণাম করেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। তবে এই প্রণাম শুধুমাত্র বাঙালি সংস্কৃতি মান করার জন্যই বলে জানিয়েছেন বিশ্বজিৎ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর থেকে বড় এবং গুরুজন। তাই এক কথায় দলবদল হতে চলেছে এমন জল্পনা উড়িয়ে দিয়েছেন দুজনেই।