Aajbikel

সাত দিন পর অবশেষে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার দুই, হামলার ফুটেজ দেখে ধরল পুলিশ

 | 
ইডি সন্দেশখালি

কলকাতা: এক সপ্তাহ পর অবশেষে সন্দেশখালির ঘটনায় গ্রেফতার দুই৷ রেশন বন্টন দুর্নীতির তদন্তে যাওয়া ইডি অধিকারিকদের উপর হামলা চালানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। ধৃতেরা হলেন মেহবুব মোল্লা, সুকমল সর্দার। ইডির উপর হামলার সময়ের ভিডিয়ো ফুটেজ দেখে এই দু’জনকে চিহ্নিত করে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাঁদের গ্রেফতার করা হয়৷  পুলিশ সূত্রে খবর, দু’জনেরই বাড়ি সরবেরিয়া গ্রামে৷ ভেড়ি এলাকায় লুকিয়ে ছিলেন তাঁরা৷  গত শুক্রবার রেশন ‘দুর্নীতি’ মামলায় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মার খেতে হয়েছিল ইডি। সেই ঘটটাতেই এই গ্রেফতার৷ 

Around The Web

Trending News

You May like