চাকরি ছাড়লেন বাংলায় কর্মরত ১৮৫ নার্স, গভীর সংকটে স্বাস্থ্য পরিষেবা

চাকরি ছাড়লেন বাংলায় কর্মরত ১৮৫ নার্স, গভীর সংকটে স্বাস্থ্য পরিষেবা

 

কলকাতা: করোনা আবহে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বাড়ছে চাপ৷ বাড়ছে ভিড়৷ করোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে গভীর উদ্বেগ৷ স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে বেসরকারি স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের বড় একাংশ৷ করোনা আবহে এবার কর্মী সংকটের জেরে নতুন সংকটের মুখে বাংলার বেসরকারি স্বাস্থ্য পরিষেবা৷

করোনা আবহে নতুন সংকটের মুখে রাজ্য স্বাস্থ্য পরিষেবা৷ বাংলায় কর্মরত ১৮৫ জন নার্সকে ফিরিয়ে নিল মণিপুর৷ চাকরি ছেড়ে মণিপুরে ফিরতে চলেছেন ১৮৫ জন নার্স৷ চাকরি ছেড়ে দিয়েছেন মণিপুরের পথে অগ্রসর হয়েছেন ১৮৫ জন নার্সিংকর্মী৷ বাসে করে ইম্ফলের পথে যাত্রা শুরু করতে চলেছেন তাঁরা৷ আচঙ্কা ১৮৫ জন নার্সের চাকরি ছাড়ার ঘটনায় কলকাতা বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা কার্যত লাটে উঠতে চলেছে৷ 

কলকাতার কোনও না কোনও বেসরকারি হাসপাতালে দীর্ঘ দিন ধরে কর্মরত ছিলেন এই ১৮৫ জন নার্স৷ করোনা আবহে মণিপুর প্রশাসন তাঁদের ফিরিয়ে নিয়েছে৷ ফলে, আচমকা তৈরি হয়েছে নার্সের অভাব৷ মণিপুরের পর অন্য রাজ্য থেকে আসা নার্সরাও চাকরি ছেড়ে দিতে পারেন বলে সূত্রের খবর৷ এমনই আশঙ্কা প্রকাশ করছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ৷ একলপ্তে ১৮৫ জন নার্স চাকরি ছেড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে বেসরকারি চিকিৎসা পরিষেবায়৷

গতকাল আচমকা বাংলায় কর্মরত মণিপুরের ১৮৫ জন নার্স চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা করেন৷ কিন্তু কেন তাঁরা হঠাৎ চাকরি ছেড়ে দিলেন? জানা গিয়েছে, মণিপুর সরকারের তরফে এই সমস্ত নার্সদের নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে সরকারিভাবে তাঁদের নিয়োগের ব্যবস্থা করেছে৷ কোন প্রশাসনিক আধিকারিককে না জানিয়ে আচমকা মণিপুর সরকারের এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছে বেসরকারি একাধিক হাসপাতাল৷ সূত্রের খবর এই সমস্ত পদত্যাগী নার্সদের মনিপুরে গিয়ে সেখানে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে গিয়ে যোগ দেবেন৷ করোনা পরিস্থিতির জেরে নার্সদের অভাব তৈরি হয়েছে বিভিন্ন রাজ্যে৷ এবার সেই চাহিদা মেটাতে বাংলায় কর্মরতদের তুলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷ তবে মণিপুর সরকার বাংলায় কর্মরত নার্সদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও এখনও পর্যন্ত রাজ্য সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 2 =