চোপড়া গুলিকাণ্ডে গ্রেফতার ১৬, পুলিশের দাবি কারোর মৃত্যু হয়নি

চোপড়া গুলিকাণ্ডে গ্রেফতার ১৬, পুলিশের দাবি কারোর মৃত্যু হয়নি

চোপড়া: পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের চোপড়ায়। সিপিএম এবং কংগ্রেস কর্মীদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই গোটা এলাকায় এই নিয়ে উত্তাপ ছড়িয়েছিল। এখন জানা গেল, পুলিশ এই গুলিকাণ্ডে ১৬ জনকে গ্রেফতার করেছে। ইসলামপুর জেলা পুলিশ সূত্রে খবর এমনই। তবে পুলিশ এটাও জানিয়েছে, এই ঘটনায় কেউ মারা যায়নি। কিন্তু মৃত্যু যে হয়েছে সেই দাবি উঠেছে। 

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে সংঘর্ষ ঘটে চোপড়ায়। বাম এবং কংগ্রেস দাবি করেছে যে তাদের দুই কর্মীর মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশের বক্তব্য, এখনও পর্যন্ত ওই সংঘর্ষে আহতের সংখ্যা আট। তাঁদের মধ্যে তিন জন ভর্তি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। একজন আছেন ভেন্টিলেশনে। সুতরাং কারোর মৃত্যু হয়নি। পাশাপাশি পুলিশ জানিয়েছে, চোপড়া বিডিও অফিস চত্বর থমথমে হয়ে আছে এখনও। এলাকায় চলছে পুলিশি টহলদারি। তবে চোপড়ার বাকি অংশের জনজীবন স্বাভাবিক। এদিন সকালে দোকান খুলেছে, রাস্তাঘাটে বেরোচ্ছেন স্থানীয়রা। 

বিরোধীরা এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। যদিও ঘাসফুল শিবিরের স্পষ্ট বক্তব্য, তারা এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নয়। খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এমনটা। তিনি এও জানান, স্থানীয় কিছু সমস্যা তৈরি হয়েছিল সেখানে। দলের কেউই জড়িত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 10 =