মুখ্যমন্ত্রীর নির্দেশে টিকা পেলেন ১৫৩ সংবাদকর্মী

মুখ্যমন্ত্রীর নির্দেশে টিকা পেলেন ১৫৩ সংবাদকর্মী

f7dcc2a47b45da897666e113a3958451

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার কাজ শুরু হল কলকাতা প্রেস ক্লাবে৷ রাজ্য সরকার ও কলকাতা প্রেসক্লাবের উদ্যোগে আজ মোট ১৫৩ জন সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে কোভিড টিকা দেওয়া হয়েছে৷

রাজ্য সরকারের পরিচয়পত্র থাকা সাংবাদিকদের পাশাপাশি ডিজিটাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকীয় বিভাগের কর্মীদেরও টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে কলকাতা প্রেসক্লাব৷ আগামিকাল আরেক দফায় ১৮ থেকে ৪৪ বছর বয়সী সংবাদমাধ্যমের কর্মীদের টিকা দেওয়া হবে বলে প্রেসক্লাবের তরফে জানানো হয়েছে৷ রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম আজ প্রেসক্লাবে এই টিকাকরণ শিবির পরিদর্শন করেন৷ তিনি বলেন, অতিমারির বিপদের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা মানুষের মধ্যে থেকে কাজ করে চলেছেন। তাই তাদের টিকাকরণের সিদ্ধান্ত অত্যন্ত জরুরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *