মালদায় ভয়বহ দুর্ঘটনা, স্কুলবাস উল্টে আহত ১৫ পড়ুয়া

মালদায় ভয়বহ দুর্ঘটনা, স্কুলবাস উল্টে আহত ১৫ পড়ুয়া

মালদহ:  মালদার ইংরেজবাজারে দুর্ঘটনার কবলে স্কুলবাস৷ নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় স্কুলবাসটি৷ দুর্ঘটনায় আহত ১৫ জন পড়ুয়া৷ আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ 

আরও পড়ুন- বেসরকারি স্কুল নিয়ে গুচ্ছ অভিযোগ অভিভাবকদের, সমস্যা সমাধানে শিক্ষা কমিশন গড়ছে রাজ্য

স্কুল থেকে কয়েক মিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে৷ স্কুল থেকে মালদা শহরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কেন্দ্রীয় বিদ্যালয়ের এই স্কুল বাসটি৷ ইংরেজবাজার থানার দামোদরপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন দুর্ঘটনার সময় বাসের গতি খুব বেশি ছিল না৷ এই ঘটনায় ১৫ জন পড়ুয়া আহত হয়েছে৷ ৩ জনের মাথায় গুরুতর আঘাত লেগেছে৷ রাজ্য সড়ক থেকে নয়নজুলিতে উল্টে পরার পর বাসটি পুরো দুমড়ে মুচড়ে যায়৷ পুলিশ আসার আগেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষ৷ ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও অ্যাম্বুলেন্স৷ বাসটি কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও স্পষ্ট নয়৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় কোনও ভাবে বাসের চাকা মাটিতে নেমে যায়৷ বর্ষাকালে মাটি নরম ছিল৷ মাটি ধসে গিয়েই বাসটি দুর্ঘটনার কবলে পড়তে পারে৷ বাসটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ 

এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটি উল্টে যাওয়ার প্রায় ৩০ মিনিট পর পুলিশ এসে পৌঁছয়৷ ১৫ থেকে ১৬টি বাচ্চা আহত হয়েছে৷ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ তবে বাস চালকের কোনও চোট লাগেনি৷ এখনও পর্যন্ত ৬ জন পড়ুয়াকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে চিকিৎসা শুরু হয়েছে তাদের৷ বাকিদেরও অ্যাম্বুলেন্সে করে মালদা মেডিক্যাল কলেজেই নিয়ে যাওয়া হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =