কলকাতা: পুজোর ছুটিতে কলকাতা থেকে উত্তরাখণ্ড ঘুরতে গিয়ে আটকে পড়লেন কলকাতার ১৪ জনের একটি পর্যটক দল। তারমধ্যে রয়েছেন বাগুই আটির বাসিন্দা কৃষ্ণ কুমার গোস্বামী। সোমবার রাতে কাঠগুদাম থেকে কলকাতার ট্রেন ধরতে আসার সময় মাঝ রাস্তায় প্রবল বৃষ্টিতে ধস নেমে পড়ায় আটকে যায় পর্যটকরা।
কৌশানি থেকে কাঠগুদাম ফেরার পথে ধসে আটকে পড়েন ওই দলের সদস্যরা। দলে মহিলা, শিশু সহ মোট ১৪ জন সদস্য আছেন।সকলেই উত্তরাখণ্ডের ভোয়ালি থানার অন্তর্গত একটি গ্রামে আটকে পড়েছেন। কিভাবে তাঁরা ঘরে ফিরবেন তা বুঝতে পারছেন না। ওই দলের সদস্য কৃষ্ণ কুমার গোস্বামী। তাঁর পরিবারের সকলেই উদ্বিগ্ন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১২ অক্টোবর সপ্তমীর দিন বাগুইআটির জ্যাংড়া থেকে নৈনিতালের উদ্দেশ্যে রওনা দেন কৃষ্ণ কুমার গোস্বামী। দু দিন নৈনিতালে কাটিয়ে ১৭ তারিখ কৌশানীতে পৌঁছান। পরদিন সকাল এগারোটা নাগাদ হোটেল থেকে বার হন কাঠগুদাম স্টেশনের উদ্দ্যেশ্যে। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ প্রবল বৃষ্টি নামে। তারপরেই রাস্তাতে ধ্বস নামতে শুরু করে। নিজেরাই হাত লাগিয়ে সেগুলি সরিয়ে খানিকটা যাওয়ার পর আবার রাস্তার বেশ কিছুটা অংশ ধ্বসে নিচে চলে যায়।
বিকাল থেকে রাত দেড়টা পর্যন্ত রাস্তাতেই গাড়ির মধ্যে আটকে থাকেন সবাই। খাবার, জল সব শেষ হয়ে যায়। গভীর রাতে স্থানীয় গ্রামের কিছু লোক উদ্ধার করে তাঁদের বাড়িতে নিয়ে যায় সবাইকে আপাতত সেখানেই আটকে আছে। কৃষ্ণ কুমার গোস্বামীর পরিবারের লোকজন উদ্বিগ্ন রয়েছেন। পরিবারের সাথে ফোনে যোগাযোগ করলে সেখানে বিদ্যুৎ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্খায় রয়েছেন কৃষ্ণ কুমার গোস্বামীর পরিবার।