১৪ জন নতুন IAS অফিসার আসছে বঙ্গে, মঙ্গলবারেই যোগ

১৪ জন নতুন IAS অফিসার আসছে বঙ্গে, মঙ্গলবারেই যোগ

কলকাতা: পুজোর ছুটি শেষ। আর মঙ্গলবার রাজ্য সরকারি দফতরে প্রথম কাজের দিন ১৪ জন নতুন আইএএস অফিসার নবান্নে রাজ্য সরকারের কাজে যোগ দেবেন বলেই জানা গিয়েছে। এই প্রেক্ষিতেই কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নে রিপোর্ট করার জন্য। ২০২০ সালে পশ্চিমবঙ্গ ক্যাডারের ওই আইএএস আধিকারিকরা গত জুলা‌ই মাস থেকে ১৩ সপ্তাহ ধরে কেন্দ্রীয় সরকারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ডেপুটেশনে ছিলেন।

আরও পড়ুন-  একবালপুর যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত, প্রতিবাদে লালবাজারে শুভেন্দুরা

সাধারণত নতুন আইএএস অফিসাররা রাজ্য সরকারের কাজে যোগ দেওয়ার পর এখানকার প্রশাসনিক কাজের সঙ্গে পরিচিত করার জন্য বিভিন্ন দফতরে ওএসডি হিসেবে কিছুদিন নিযুক্ত করা হয়। তারপর বিভিন্ন জেলায় মহকুমা শাসকের দায়িত্বে যান। মঙ্গলবারের পর থেকে আইএএস অফিসারের চাহিদা বাংলায় কিছুটা মিটতে চলেছে বলেই উল্লেখ করা যায়।

সরকারি তথ্য বলছে, এই মুহূর্তে বাংলায় আইএএস অফিসারের মোট সংখ্যা ২৮৮। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার বলেছেন যে, আরও আইএএস অফিসারের প্রয়োজন আছে বঙ্গে। সেই প্রেক্ষিতে এই যোগদান অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আইএএস অফিসার প্রয়োজনীয়তার ব্যাপারে কেন্দ্রীয় সরকারকেও জানান হয়েছে একাধিকবার। এরপরেই এই নতুন আমলাদের রাজ্যে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + five =