মাতৃদুগ্ধ খেতে না দিয়ে ১২ দিনের কন্যাসন্তান খুন

বনগাঁ: বাগদার সিন্দ্রানীতে কন্যাসন্তান হওয়ায় ১২ দিনের শিশুকন্যাকে মেরে ফেলার অভিযোগ উঠেছিল বাবা-মায়ের বিরুদ্ধে৷ পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে৷ ধৃতদের জেরা করে হাড় হিম করা তথ্য পেল পুলিশ৷ ধৃত বাবা মণিকুমার বিশ্বাস ও মা রানি বিশ্বাস পুলিশি জেরায় জানিয়েছে, জন্মের পর থেকে তাকে মাতৃদুগ্ধ না খেতে দিয়ে তিলে তিলে খুন করা হয়েছে৷ এখানেই নৃশংসতার শেষ নয়৷

মাতৃদুগ্ধ খেতে না দিয়ে ১২ দিনের কন্যাসন্তান খুন

বনগাঁ: বাগদার সিন্দ্রানীতে কন্যাসন্তান হওয়ায় ১২ দিনের শিশুকন্যাকে মেরে ফেলার অভিযোগ উঠেছিল বাবা-মায়ের বিরুদ্ধে৷ পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে৷ ধৃতদের জেরা করে হাড় হিম করা তথ্য পেল পুলিশ৷ ধৃত বাবা মণিকুমার বিশ্বাস ও মা রানি বিশ্বাস পুলিশি জেরায় জানিয়েছে, জন্মের পর থেকে তাকে মাতৃদুগ্ধ না খেতে দিয়ে তিলে তিলে খুন করা হয়েছে৷

এখানেই নৃশংসতার শেষ নয়৷ এক বছর আগেও কন্যাসন্তান হওয়ায় একইভাবে সেই শিশুকন্যাকেও খেতে না দিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল৷ কারণ, তাদের পছন্দ কেবল পুত্রসন্তান! সিরিয়াল কিলারের এহেন ‘নারকীয়’ স্বীকারোক্তি শুনে পুলিসকর্তাদের চোখও কপালে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১০ জানুয়ারি ধৃত ওই দম্পতির কন্যাসন্তান হয়েছিল৷ গত মঙ্গলবার সকালে স্থানীয়রা জানতে পারেন, ওই শিশুকন্যার মৃত্যু হয়েছে৷ তারপরই প্রতিবেশীদের সন্দেহ হয়৷ শিশুকন্যাকে খুন করা হয়েছে এই অভিযোগে তাঁরা পুলিশকে খবরও দেন৷ পুলিশ এসে ওই দম্পতিকে আটক করে নিয়ে যায়৷ ওইদিন সন্ধ্যায় তাদের গ্রেপ্তারও করা হয়৷ গত বুধবার তাদের দু’জনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছিল৷ তাদের চারদিনের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে৷ প্রথমে ধৃতরা দাবি করেছিল, অসুস্থ হয়ে কন্যাসন্তানের মৃত্যু হয়েছে৷ তারপরই পরিকল্পিতভাবে মাতৃদুগ্ধ না দিয়ে খুন করার কথা স্বীকার করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =