শুধু পশ্চিম মেদিনীপুরেই আত্মঘাতী ১২২ জন কৃষিজীবী! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

শুধু পশ্চিম মেদিনীপুরেই আত্মঘাতী ১২২ জন কৃষিজীবী! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

কলকাতা: কৃষক এবং কৃষিকাজ সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত মানুষদের জীবনযাত্রার মান যে খুব একটা ভাল নয় তা অনেক সমীক্ষা এর আগে প্রকাশ করেছে। দেশের একাধিক রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যেও অবস্থা খুব একটা শোচনীয় নয়। এই আবহে সম্প্রতি আরটিআই-এর প্রকাশিত এক তথ্য যা বলছে তাতে ভয় পেতেই হয়। কারণ সেই রিপোর্ট বলছে, ২০২১ সালে পশ্চিমবঙ্গের শুধুমাত্র একটি জেলাতেই ১২২ জন আত্মহত্যা করেছে। তাহলে তাদের সবাই কি কৃষক?

আরও পড়ুন- নিম্নচাপের ধাক্কায় বুধেও বৃষ্টি শহরে, ভারী বৃষ্টির সতর্কতা আরও চার জেলায়

আরটিআই প্রকাশিত এই তথ্য বলছে, যারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে তারা সকলে যে কৃষক এমনটা নয়। এই ১২২ জনের মধ্যে এমন জনও আছেন যিনি কৃষক না হলেও কৃষিকাজের সঙ্গে যুক্ত। আর যে জেলার তথ্য এইভাবে চিন্তা বিস্তার করছে সেটি হল পশ্চিম মেদিনীপুর। এক আরটিআই কর্মী বিশ্বনাথ গোস্বামীর প্রশ্নের জবাবে রাজ্যের জন তথ্য আধিকারিক এবং পশ্চিম মেদিনীপুর জেলার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এই সম্পর্কিত তথ্য দিয়েছেন। জেলার প্রায় ২৩ টি থানা থেকে তথ্য সংগ্রহ করে এই সংখ্যা পাওয়া গিয়েছে। যদিও রাজ্য সরকার গত কয়েক বছর ধরে দাবি করে আসছে যে রাজ্যে কৃষক আত্মহত্যার ঘটনা সেইভাবে আর ঘটেইনি।

কিছুদিন আগেই ন্যাশেনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি তথ্য প্রকাশ করে জানিয়েছিল, ২০২১ সালে শুধু পশ্চিমবঙ্গেই সাড়ে ১৩ হাজার আত্মহত্যার ঘটনা ঘটে। সেই সংখ্যা ছিল গোটা দেশের মধ্যে চতুর্থ সর্বাধিক। তবে একজনও কৃষক আত্মহত্যা করেননি এমন রিপোর্টও প্রকাশ পায়। তাই আরটিআই কর্মী নিজেই বিস্মিত যে, কী ভাবে জাতীয় রিপোর্টে কৃষক আত্মহত্যার কোনও তথ্য নেই। এদিকে দেখা যাচ্ছে, শুধুমাত্র বাংলার একটি জেলাতেই এতজন আত্মহত্যা করেছেন।

NOTE: Suicide Prevention Helpline Numbers in Kolkata : 033-24637401, 033-24637432

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 3 =