স্বাস্থ্য ভবনে করোনা হানা, আক্রান্ত বহু! বাড়ছে উদ্বেগ

স্বাস্থ্য ভবনে করোনা হানা, আক্রান্ত বহু! বাড়ছে উদ্বেগ

কলকাতা:  বাংলার খোদ স্বাস্থ্যভবনে করোনার থাবা! স্বাস্থ্য ভবনে ১১ জন বেশি কর্মী ও আধিকারিকের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে বলে খবর৷ এই ঘটনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। স্বাস্থ্য ভবন থেকেই বাংলার করোনার পরস্থিতি সামলাচ্ছেন আধিকারিকরা। তাঁরা অসুস্থ হয়ে পড়লে কীভাবে চলবে নজরদারি, বাড়ছে চিন্তা৷

স্বাস্থ্য ভবনে করোনা কন্ট্রোলরুমের যুগ্ম স্বাস্থ্য আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা বিভিন্ন খবর ছড়িয়ে পড়েছে৷ সম্প্রতি  এক জন আধিকারিকের করোনা ধরা পড়েছেও রটেছে খবর৷ এরপরেই স্বাস্থ্যভবনের আধিকারিকদের করোনা পরীক্ষা করা হয়। সেখানে নতুন করে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, স্বাস্থ্য ভবনের কর্মী ও আধিকারিকদের ব়্যাপিড টেস্ট করা হয়েছে। সেখানে নতুন করে পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে। তবে ব়্যাপিড টেস্টের রিপোর্ট কখনই চূড়ান্ত ফলাফল নয়৷

স্বাস্থ্যভবনে এর আগে ছয় জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায়। জানা গিয়েছে, কুষ্ঠ দূরীকরণ বিভাগে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। পরে ধীরে ধীরে স্বাস্থ্য ভবনের বিভিন্ন বিভাগে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। করোনা বিভাগ ও স্বাস্থ্যসাথী বিভাগের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সম্প্রতি  করোনা বিভাগের এক আধিকারিক আক্রান্ত হওয়ার পর স্বাস্থ্য ভবনের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =