বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৫৫ কোটির সোনা!কোথায় পাচার হচ্ছিল? শুরু তদন্ত

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৫৫ কোটির সোনা!কোথায় পাচার হচ্ছিল? শুরু তদন্ত

45631cb0eefbcb789664b2a52b5f399f

কলকাতা: একের পর এক কালো টাকা উদ্ধার পর এবার সোনা৷ শুক্রবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটি গাড়ি থেকে উদ্ধার হল ৫৫ কোটি টাকার সোনা। জানা গিয়েছে, একটি মারুতি অল্টো গাড়ি করে প্রায় ১১ কেজি সোনা নিয়ে যাওয়া হচ্ছিল। কোথায় এই বিপুল পরিমাণ সোনা নিয়ে যাওয়া হচ্ছিল তা তা জানতে গাড়ির চালক-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ডিসি ইএসডি অজয় প্রসাদ৷

আরও পড়ুন- অনুব্রতর সম্পত্তির হদিশ পেতে রাঁধুনিকে তলব! ফের নোটিশ সুকন্যাকে

শুক্রবার ভোর চারটে নাগাদ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ওই মারুতি অল্টো গাড়িটি আটকায় বেলঘরিয়া থানার পুলিশ৷ তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ১১ কেজি সোনা উদ্ধার করা হয়। এই বিষয়ে পুলিশের কাছে আগাম খবর ছিল৷ তক্কে তক্কে ছিল পুলিশ৷ এদিন ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে টহলদারি চালানোর সময় ব্যারাকপুরের কাছে রাস্তার উপর একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেই পুলিশের সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১১ কেজি সোনা৷ গাড়ির ভিতর রাখা একটি ব্যাগে ওই সোনার ছিল বলে জানিয়েছে পুলিশ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গাড়িটি বিটি রোড হয়ে মেদিনীপুরের দিকেই এগোচ্ছিল৷  গাড়িটি এ রাজ্যেরই৷ ওই গাড়ির নম্বর প্লেটটি পশ্চিমবঙ্গের বলেই জানা গিয়েছে৷ বেআইনি ভাবে ওই সোনা নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশকর্তা৷