মেডিক্যাল থেকে উধাও ১১ লক্ষ টাকার ইঞ্জেকশন! প্রশ্ন শুনেই চটলেন মমতা

মেডিক্যাল থেকে উধাও ১১ লক্ষ টাকার ইঞ্জেকশন! প্রশ্ন শুনেই চটলেন মমতা

কলকাতা: মেডিক্যাল কলেজ থেকে উধাও হয়ে গিয়েছে করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন৷ যার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা৷ প্রভাব খাটিয়ে শাসক ঘনিষ্ঠ এক চিকিৎসক৷ এই মূল্যবান টসিলিজুমাব ইঞ্জেকশন হাতিয়েছেন বলে অভিযোগ৷ বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেজাজ হারান মুখ্যমন্ত্রী৷ কড়া ভাষায় জবাব দেন তিনি৷  

আরও পড়ুন- সেতু তৈরি নিয়ে সেচ দফতরকে ভর্ৎসনা, দীঘার শ্রী ফেরাতে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি যেগুলো জানি না, তা নিয়ে প্রশ্ন করবেন না৷ কেউ হঠাৎ করে গিয়ে একটা অভিযোগ করলেন৷ তিনি নিজে ঠিক আছেন তো?’’ তদন্ত ছাড়া এই সব অভিযোগের ভিত্তি হয় না৷ তিনি আরও জানান, ‘‘স্বাস্থ্য দফতর এই বিষয়টি দেখবে৷ তাছাড়া মেডিক্যাল কলেজ নিজেদের বিষয়টা ভালোই বোঝে৷ মেডিক্যাল কলেজ বিষয়টি দেখবে৷ কারও কথা শুনে অবিলম্বে রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে? এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে৷ সেই ক্ষমতা স্বাস্থ্য দফতর ও মেডিক্যাল কলেজের আছে৷’’ 

প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল কংগ্রেস সাপোর্টার্স নামে একটি পেজ থেকে বেশ কিছু নথি তুলে ধরে গতকাল সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরক দাবি করা হয়েছে৷ সেখানে বলা হয়, গত ২৪ এপ্রিল মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডের সিস্টার ইনচার্জের কাছ থেকে ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন নিয়ে যান হাসপাতালের এমার্জেন্সি মেডিক্যাল অফিসার৷ তবে এর জন্য কোনও রসিদ দেওয়া হয়নি৷ সেই সঙ্গে এই বিষয়ে কথোপকথনের একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *