মোদীর সভায় ১০৭ বছরের বৃদ্ধা, বললেন, ‘ছেলের কাছে এসেছি’!

মোদীর সভায় ১০৭ বছরের বৃদ্ধা, বললেন, ‘ছেলের কাছে এসেছি’!

 

কোচবিহার: মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হল। সারাদিন ধরেই উত্তপ্ত ছিল দক্ষিণবঙ্গের তিন জেলা দক্ষিন ২৪ পরগনা, হাওড়া ও হুগলির বিভিন্ন অঞ্চল। ভোটের উত্তাপে কার্যত জ্বলছে বাংলা। তার মাঝেই এক অন্যরকম ছবি দেখল কোচবিহার। মঙ্গলবার কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় তাঁকে দেখতে এলেন ১০৭ বছরের বৃদ্ধা। বললেন, ‘‘আমার ছেলের কাছে এসেছি।’’

কদিন ধরেই বাংলায় টানা জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচনের দিন তিনি সভা করলেন কোচবিহারের মাটিতে। আর সেই সভায় তাকে দেখতে এলেন শতায়ু এক বৃদ্ধা। হাতে লাঠি নিয়ে তিনি সকাল থেকে ঠায় বসে রইলেন গোটা সময়। বললেন, “ওই যে আমার ব্যাটা৷ আমি আমার ছেলের কাছে এসেছি। ওর সাথে হাত মেলাতে এসেছি৷’’ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে কী বলবে? এই প্রশ্নের উত্তরে সেঞ্চুরি হাঁকানো বৃদ্ধা জানালেন, “আমার ব্যাটা যেন চিরদিন অনেক অনেক ভোট পায়৷ ও যেন শান্তিতে থাকে৷ ওর অনুগামী ভক্তদের যেন শান্তিতে রাখে৷ এটাই আশা করব।’’

এদিনের মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করলেন মোদী৷ বললেন, ‘‘যে ইভিএম দিয়ে বাম শাসনের অবসান ঘটালেন, আজকে সেই ইভিএমকে দোষারোপ করছেন দিদি৷ গুচ্ছ গুচ্ছ অভিযোগ জানাচ্ছেন নির্বাচন কমিশনে। এতে বোঝা যায়, হার মেনে নিয়েছেন দিদি। ময়দান ছেড়ে দিয়েছেন তিনি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =