শিয়ালদহ শাখায় বাতিল ১০৮ টি লোকাল ট্রেন, কোভিড আক্রান্ত ১৩ হাজার রেলকর্মী

শিয়ালদহ শাখায় বাতিল ১০৮ টি লোকাল ট্রেন, কোভিড আক্রান্ত ১৩ হাজার রেলকর্মী

9701c7bd23c4c67618172c8d1754783f

কলকাতা: করোনার মহা-প্রলয়ে জেরবার পূর্ব রেল৷ কার্যত লাটে উঠেছে লোক ট্রেন পরিষেবা৷ বেলাগাম করোনার সংক্রমণের জেরে শিয়ালদহ শাখায় বালিত বহু লোকাল ট্রেন৷ শিয়ালদহ ডিভিশনে কোভিড আক্রান্ত ৭৫০ রেলকর্মী৷

রেল কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় কার্যত লাটে পরিষেবা৷ সংক্রমণ বৃদ্ধির জেরে আজ মাসের শুরুতেই বাতিল ৫৪ জোড়া লোকাল ট্রেন৷ আর তার জেরে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা৷ লোকাল ট্রেনে বাড়ছে যাত্রীদের ভিড়৷ কার্যত উধাও দূরত্ব বিধি৷ প্রাণের ঝুকি নিয়ে রেল সফর করতে বাধ্য হচ্ছেন যাত্রীরা৷

জানা গিয়েছে, বেপরোয়া করোনা গ্রাস করেছে শিয়ালদহ ডিভিশনে৷ করোনা আক্রান্ত হয়েছেন ৭৫০ রেল কর্মী৷ এখন পর্যন্ত পূর্ব রেলে কোভিড আক্রান্ত প্রায় ১৩ হাজার রেল কর্মী৷ কর্মী অভাবে জেরবার পূর্ব রেল কর্তৃপক্ষ৷ প্রভাব পড়ছে পরিষেবায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *