৫ টাকায় ১০০ রকম জিনিস! হইচই বৈশাখী মেলায়

কলকাতা:  আচ্ছা, এখনকার বাজারে ৫ টাকায় ঠিক কি কি জিনিস পাওয়া যায় বলুন তো? উত্তর দিতে গেলে বেশ ভাবতে হবে আপনাকে। তবে এমন এক দোকান…

কলকাতা:  আচ্ছা, এখনকার বাজারে ৫ টাকায় ঠিক কি কি জিনিস পাওয়া যায় বলুন তো? উত্তর দিতে গেলে বেশ ভাবতে হবে আপনাকে। তবে এমন এক দোকান রয়েছে, যেখানে ৫ টাকায় আপনি পেয়ে যাবেন ১০০ রকমের জিনিস। ছাকনি, হেয়ার ব্যান্ড, ক্লিপ, হার-কানের দুল, রুমাল আপনি যাই কিনুন না কেন দাম মাত্র ৫ টাকা। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। জলপাইগুড়ির বৈশাখি মেলায় এমনই এক স্টল রয়েছে যেখানে হরেক জিনিস পাওয়া যাচ্ছে মাত্র ৫ টাকায়।

জলপাইগুড়ি জেলা তথা শহরে অন‍্যতম মেলা হল এই বৈশাখী মেলা। প্রতি বছর বৈশাখী মাসে এই মেলা শুরু হয় শহরে। চলে প্রায় এক মাস ধরে। শহর তথা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় করেন বৈশাখী মেলায়। সেই মেলাতেই নজর কাড়ছে এই দোকান। ৫ টাকায় জিনিস কিনতে ভিড় করছেন সকলে।

অন্য দোকানে যে জিনিস বিক্রি হচ্ছে ১০ টাকায়, একই জিনিস ৫ টাকায় মিলছে এই স্টলে। কীভাবে সম্ভব? প্রশ্ন ক্রেতাদের মনেও। তবে বিক্রেতা রতন পণ্ডিত অবশ্য জানালেন, মেলায় এইভাবে ৫ টাকার দোকান তাঁরা চালাচ্ছেন বহু দিন ধরে। প্রায় ২৫ বছর ধরে ৫ টাকায় জিনিস করছেন মেলায়। এতগুলো বছরে জিনিসপত্রের দাম বাড়লেও তিনি অবশ্য হরেক মাল ৫ টাকাতেই বিক্রি করছেন মেলায়।

শিলিগুড়ির একদল ব‍্যবসায়ী মিলে এই ব্যবসা করছেন। তাদের স্টলেই কানের দুল, চাবির রিং, হেয়ারব্যান্ড থেকে শুরু করে সাংসারিক কাজে ব্যবহৃত নানা ধরনের জিনিস পাওয়া যাচ্ছে মাত্র ৫ টাকায়। ৫ টাকায় জিনিস বিক্রি করে লোকসান নয়, তাদের লাভ হচ্ছে বলেই দাবি করেছেন বিক্রেতা। এদিকে মেলায় ঘুরতে এসে সস্তায় জিনিস কিনতে পেয়ে খুশি ক্রেতারাও।

মেলাতে নজর কাড়ছে বাংলাদেশি দোকানও। বাংলাদেশি জামদানি, মসলিন, তাঁতের সম্ভার নিয়ে মেলায় হাজির হয়েছেন ওপার বাংলার কাপড় ব্যবসায়ীরা। জামাই ষষ্ঠী উপলক্ষে সেই কাপড়ের দোকানেও উপচে পড়ছে ভিড়। কেনাকাটাও মন্দ হচ্ছে না।

মেলা মানেই হরেক রকমের দোকানের পাশাপাশি নজর কাড়ে নানা রকম নাগরদোলা। বৈশাখী মেলাও তার ব্যতিক্রম নয়। ছোট-বড় সকলেই ভিড় করছেন সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *