বাঁকুড়ার শিশু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ১০টাকার স্ট্যাম্প পেপারে বিক্রি করা হত শিশু

বাঁকুড়ার শিশু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ১০টাকার স্ট্যাম্প পেপারে বিক্রি করা হত শিশু

 

বাঁকুড়া: বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয় থেকে ‘শিশু পাচার’ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সিআইডি-র হাতে। শিশু লেনদেন জন্য জন্য দাতা ও গ্রহীতার মধ্যে ১০ টাকার স্ট্যাম্প পেপারে লেখা হয়েছিল চুক্তিপত্র৷ শনিবার বাঁকুড়া জেলা আদালতে সিআইডি-র পক্ষ থেকে সেই নথি পেশ করা হয়।

আদালতে সিআইডির দাবি, শিশু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত সুষমা শর্মা এবং আর এক অভিযুক্ত সতীশ ঠাকুরের স্ত্রী-র স্কুল কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে এমনই নথি৷ যদিও তদন্তের স্বার্থে এবিষয়ে বিস্তারিত কোনও তথ্য সংবাদমাধ্যমের সামনে এখনই প্রকাশ করতে চাননি তদন্তকারীরা৷

শিশু পাচার কাণ্ডে অভিযুক্ত সতীশ ঠাকুর, সুষমা শর্মা, রিয়া বাদ্যকর ও সুনীতা বাদ্যকরকে শনিবার আদালতে তোলা হয়৷ এতদিন তাঁরা ছিলেন সিআইডি হেফাজতে৷ অভিযুক্ত পক্ষের আইনজীবি সোমনাথ রায়চৌধুরীর দাবি, সিআইডি চুক্তিপত্রের অপবাখ্যা করছে। টাকা পয়সার লেনদেন হয়েছে দাবি করা হলেও তা সঠিক নয় বলেই তিনি দাবি করেন। জামিনেরও দাবি জানান৷ যদিও সিআইডির দাবি মেনে জামিন খারিজ করে আগামী ২ অগাষ্ট পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

বাঁকুড়া-১ব্লকের কালপাথর এলাকার জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কে.কে রাজোরিয়াকে শিশু পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করে। জানা গিয়েছে, ওই অধ্যক্ষ রাজস্থানের বাসিন্দা। পাশাপাশি,একই সঙ্গে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপরই জেলা পুলিশের কাছ থেকে তদন্তভার যায় সিআইডির হাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =