বাড়ি বাড়ি গিয়ে হবে সমীক্ষা, ডেঙ্গি মোকাবিলায় ১০ দফা কর্মসূচি নিল রাজ্য সরকার

বাড়ি বাড়ি গিয়ে হবে সমীক্ষা, ডেঙ্গি মোকাবিলায় ১০ দফা কর্মসূচি নিল রাজ্য সরকার

2c4d9262dfb27c8e09239017df42b84d

কলকাতা:  ডেঙ্গি প্রতিরোধের সতর্কতা রাজ্য স্বাস্থ্য দফতরের৷ ইতিমধ্যেই রাজ্যের তরফে নেওয়া হয়েছে ১০ দফা কর্মসূচি৷ পুর এলাকায় তৈরি করা হচ্ছে ব়্যাপিড রেসপন্স টিম৷ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো হবে৷ এমনটাই রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷ 

আরও পড়ুন- অফিস যাত্রীদের জন্য সুখবর! কমল অ্যাপ ক্যাবের ভাড়া

এদিকে রাজ্যে উল্লেখযোগ্যভাবে পতন হয়েছে কোভিড গ্রাফে৷ কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা ও মৃত্যু৷ এবার কোভিডের পাশাপাশি ডেঙ্গি নিয়ন্ত্রণে আগাম সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর৷ গ্রহণ করা হয়েছে ১০ দফা কর্মসূচি৷ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডেঙ্গি ঠেকাতে পুর এলাকায় ৬ সদস্যের ব়্যাপিড রেসপন্স টিম তৈরি করা হয়েছে৷ মার্চ থেকে জুন পুর এলাকাগুলিতে সপ্তাহে পাঁচদিন সাফাই অভিযানের উপর নজরদারি চালাবে তারা৷ গত বছর যে সকল এলাকায় ডেঙ্গির প্রকোপ বেশি দেখা গিয়েছিল, সেই সকল ওয়ার্ডে নজরদারি চালাবেন একজন ভেক্টর কন্ট্রোল সুপারভাইজার৷ জুলাই থেকে নভেম্বরের মধ্যে পুর এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা চালানো হবে৷ তবে পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে তৈরি হয়েছে ১৫ সদস্যের টিম৷ বাড়ি বা সংলগ্ন এলাকায় জল জমে রয়েছে কিনা বা কোনও ব্যক্তি জ্বরে আক্রান্ত কিনা, তার উপর সমীক্ষা চালানো হবে৷ 

এদিকে জমা জলের সমস্যা মেটাতে সেচ দফতরকে উদ্যোগী হওয়ার কথা বলেছে রাজ্য সরকার৷ নিকাশি নালায় মশার লার্ভা নষ্ট করতে ব্যবহার করা হলে গাপ্পি মাছ৷ আরও দশ জায়গায় উন্নত ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হয়েছে৷ ডেঙ্গি প্রতিরোধে ১ লক্ষ ১৩ হাজার কর্মীরে মাঠে নামানো হবে বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷ উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ডেঙ্গি প্রতিরোধে মুখ্যসচিবের নেতৃত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ ওই বৈঠকে ৭৫১ কোটি টাকা খরচের একটি খসড়া প্রস্তাবও তৈরি করা হয়৷ প্রতি জেলায় সিএমওএইচকে এই বিষয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে৷