তৃণমূলের মদতে ১০ পোলিং এজেন্টকে আটক, থানার সামনে ধর্নায় নির্দল প্রার্থী

তৃণমূলের মদতে ১০ পোলিং এজেন্টকে আটক, থানার সামনে ধর্নায় নির্দল প্রার্থী

0c441f98b3a2e9a389913435d15d8211

 মালদা: মালদার রতুয়ায় ভোটের আগের দিন দশ জন পোলিং এজেন্টকে বেইনি ভাবে আটক করার অভিযোগ৷ থানার সামনে ধর্নায় বসলেন রতুয়া বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী পায়েল খাতুন৷ তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারগরি কর্মাধ্যক্ষ ছিলেন পায়েল৷ কিন্তু চলতি বছর ফেব্রুয়ারি মাসে তিনি দল ছাড়েন৷ এবার নির্দল প্রার্থী হিসাবেই ভোটে দাঁড়িয়েছেন তিনি৷

আরও পড়ুন- ভোট আবহে উত্তপ্ত মুর্শিদাবাদ, রাতভর বোমাবাজি, জখন মহিলা কংগ্রেস সমর্থক

তাঁর অভিযোগ, দল ছেড়ে ভোটে দাঁড়ানোর কারণেই তৃণমূলের মদতে পুলিশ ১০ জন পোলিং এজেন্টকে বেআইনি ভাবে আটক করেছে৷ গতকাল রাত সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত রতুয়া থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখান নির্দল প্রার্থী পায়েল খাতুন৷ পরে পুলিশের আশ্বাসে অবস্থান তুলে নেন তিনি৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *