প্রয়াত পদ্মশ্রী প্রাপক ‘১ টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়, শোকের ছায়া বোলপুরে

প্রয়াত পদ্মশ্রী প্রাপক ‘১ টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়, শোকের ছায়া বোলপুরে

কলকাতা: প্রয়াত বোলপুরের অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক ‘১ টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়৷ বয়স হয়েছিল ৮৪ বছর৷ দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। আজ সকাল ১১টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ 

আরও পড়ুন- অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২২ কোটি টাকা গেল কোথায়? কারা পাবে এই টাকা?

বরাবরই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন সুশোভন বন্দ্যোপাধ্যায়৷ কংগ্রেসের টিকিটে লড়ে বোলপুর থেকে বিধায়কও নির্বাচিত হয়েছিলেন৷ পরে তৃণমূল কংগ্রেস গঠিত হলে তিনি দল পরিবর্তন করেন৷ বীরভূমে তৃণমূলের প্রথম জেলা সভাপতিও নির্বাচিত হয়েছিলেন সুশোভন৷ এমনকী অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী সহ আজকের বহু তৃণমূল নেতাই তাঁর হাত ধরে রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন৷ মনান্তরের কারণে পরে তিনি দল ত্যাগ করেন এবং রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নেন। তবে বোলপুরে তিনি পরিচিত ছিলেন ‘এক টাকার ডাক্তার’ নামেই৷ গরিব মানুষের সাহায্যার্থে মাত্র এক টাকায় চিকিৎসা করতেন ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়৷ এলাকায় অত্যন্ত জনপ্রিয়ও ছিলেন তিনি।  

২০২১ সালে দেশের যে ১০২ জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন, তাঁর মধ্যে অন্যতম ছিলেন ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়৷ তিনি শুধুমাত্র ১টাকায় রোগী পরিষেবা দিতেন, তেমনটা নয়৷ খুব অসুবিধায় না পড়লে একটা দিনের জন্যেও চিকিৎসা পরিষেবা বন্ধ রাখতেন না৷ গত বছর এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন ডাক্তারবাবু৷ কিন্তু, সুস্থ হতেই ফের নেমে পড়েন কর্মযজ্ঞে৷  

তাঁর মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ৷ সুশোভন আজীবন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কোর্ট সদস্য ছিলেন। বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গেও তাঁর সুসম্পর্ক ছিল রীতিমতে চর্চার বিষয়৷ রাজনীতি থেকে অবসর নেওয়ার পর নিজের চেম্বারে মাত্র ১ টাকার বিনিময়ে তিনি রোগীদের পরিষেবা দিতে শুরু করেন। জীবদ্দশাতেই তিনি বোলপুরে নিজের মূর্তি উন্মোচন করেছিলেন।

সুশোভন বন্দ্যোপাধ্যায়র স্ত্রী আগেই প্রয়াত হয়েছেন। তাঁদের এক কন্যা সন্তান রয়েছে৷ তিনিও পেশায় চিকিৎসক। কিডনির সমস্যার নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ১ টাকার ডাক্তার৷ বোলপুর থেকে তাঁকে চিকিৎসার জন্য দুর্গাপুরে নিয়ে আসা হয়েছিল৷ সেখান থেকে নিয়ে আসা হয় কলকাতা৷ তবে শেষ রক্ষা হল না৷ কলকাতাতেই প্রয়াত হলেন ১ টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। আজই তাঁর দেহ কলকাতা থেকে বোলপুরে নিয়ে যাওয়া হবে৷