ভোট সপ্তমীতে তুমুল ঝড় বাংলায়! গরম আরও বাড়বে নাকি?

সপ্তম দফার ভোটের দিনও তুমুল ঝড়-বৃষ্টি৷ এমনকি বাদ যাবে না ভোট গণনার দিনও! বাংলায় কবে ঢুকবে বর্ষা? হাওয়া অফিসের নতুন আপডেট জেনে নিন এখুনি৷ সামনেই সপ্তম…

সপ্তম দফার ভোটের দিনও তুমুল ঝড়-বৃষ্টি৷ এমনকি বাদ যাবে না ভোট গণনার দিনও! বাংলায় কবে ঢুকবে বর্ষা? হাওয়া অফিসের নতুন আপডেট জেনে নিন এখুনি৷ সামনেই সপ্তম দফার ভোট। শনিবার ভোট রয়েছে দক্ষিণবঙ্গের নয়টি আসনে। এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ভোটের এই শেষ দফায় ভিজবে দক্ষিণবঙ্গ। দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু ভোটের দিনই নয়, গণনার দিন মানে ৪ জুনও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা হাওয়াও। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়া হাওয়ার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতাও থাকছে।

এদিকে আগামিকাল ও পরশু উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও কমলা সতর্কতা দিয়ে রেখেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে পাশাপাশি আগামী ১-৫ জুন এই পাঁচ জেলার পাশাপাশি উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণ হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

তাহলে বাংলায় বর্ষা ঢুকছে কবে নাগাদ? বর্ষার আগমন নিয়েও আপডেট দিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে জুনের ১০ তারিখের মধ্য়ে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। যদিও বিষয়টি পুরোপুরি নির্ভর করছে, কবে কেরলে বর্ষা ঢুকছে, তার উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *