কলকাতা: শবর, বীরহোড় ও টোটো সম্প্রদায়ের জন্যে বেশ কিছু উদ্যোগ ও একগুচ্ছ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই জন্য বরাদ্দও করা হয়েছে ১২ কোটি ৯০ লক্ষ টাকা। রাজ্য সরকারের তরফে আজ জানানো হয়, জঙ্গলমহলের উপজাতিদের বসবাসের জন্য ‘বাংলা আবাস যোজনা’-র দ্বারা নতুন বাসভবন তৈরি করে দেওয়া হবে। খারাপ অবস্থায় থাকা বাড়িগুলিকে মেরামতও করে দেওয়া হবে। ব্যবস্থা করা হবে বিশুদ্ধ পানীয় জলের। স্বনির্ভর করতে ব্যবস্থা করা হবে জীবিকারও। জমির উন্নয়ন, কৃষিপালন ও জল সেচের ব্যবস্থাও করা হবে। ঐতিহ্যশালী হস্তশিল্পের দ্রব্য তৈরির জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং বাজার সম্প্রসারণের ব্যবস্থা করবে সরকার। এছাড়াও ছোটো ও ক্ষুদ্র উদ্যোগের জন্যেও বিশেষ ঋণ দেবে রাজ্য সরকার।
উপজাতিদের উন্নয়নে ১৩ কোটি টাকা বরাদ্দ রাজ্যের
কলকাতা: শবর, বীরহোড় ও টোটো সম্প্রদায়ের জন্যে বেশ কিছু উদ্যোগ ও একগুচ্ছ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই জন্য বরাদ্দও করা হয়েছে ১২ কোটি ৯০ লক্ষ টাকা। রাজ্য সরকারের তরফে আজ জানানো হয়, জঙ্গলমহলের উপজাতিদের বসবাসের জন্য ‘বাংলা আবাস যোজনা’-র দ্বারা নতুন বাসভবন তৈরি করে দেওয়া হবে। খারাপ অবস্থায় থাকা বাড়িগুলিকে