১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস! প্রস্তাব পাশ হয়ে গেল বিধানসভায়

১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস! প্রস্তাব পাশ হয়ে গেল বিধানসভায়

1 boishakh

কলকাতা: ১ বৈশাখ দিনটিকে আনুষ্ঠানিকভাবে রাজ্য দিবস তথা পশ্চিমবঙ্গ দিবস করা হোক, এই মর্মে বিধানসভায় বৃহস্পতিবার প্রস্তাব পেশ করেছিল রাজ্য সরকার৷ বিকেলের মধ্যেই সেই প্রস্তাব পাশ হয়ে গেল। একই সঙ্গে, বাংলার সঙ্গীত হিসেবে এবার থেকে পরিচিতি পাবে ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি। এই সিদ্ধান্ত আগেই নবান্নের বৈঠক থেকে নেওয়া হয়েছিল। যদিও বিজেপি শুরু থেকেই এই প্রস্তাব মানতে রাজি হয়নি। একটা সময়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যুক্তি নিয়ে তর্ক হয়। তবে শেষ পর্যন্ত ভোটাভুটি হলে প্রস্তাব পাশ হয়। 

আজ বিধানসভায় এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৬৭। বিপক্ষে ৬২, বিরত ১। তারপরই মুখ্যমন্ত্রী জানান, বাংলা দিবস পালন করা হব ১ লা বৈশাখ, শুভ নববর্ষের দিন। গান হবে ‘বাংলার মাটি বাংলার জল’। এই প্রস্তাব পাশের পরই বিজেপি সরকার এবং রাজ্যপালকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কিছু কিছু জিনিস জোর করে চাপিয়ে দেওয়া যায় না। মনে রাখতে হবে, বিজেপির সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেও এই বছর ২০ জুন বাংলা দিবস পালন করেছিলেন রাজভবনে। তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। এদিন অবশ্য রাজ্যের বিরোধী দলনেতা হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ১লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে রাজ্যপালকে সই করতে দেবেন না তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল সই না করলে, তাঁদের কিছু যায় আসে না। 

মমতার বক্তব্য, যাদের সঙ্গে বাংলার মাটির কোনও যোগ নেই, বাংলার মানুষের কোনও যোগ নেই, তারা বাংলার কথা বলছেন। ভারতবর্ষের অনেক রাজ্যে প্রতিষ্ঠাদিবস আছে। যেগুলো যথাযথ মর্যাদায় পালন করা হয়। আর ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার বিধানসভায় কিছু আলোচনা হয়েছিল। কিন্তু সেদিন পশ্চিমবঙ্গের জন্ম হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *