পুজোর আগে ফের জ্বালানির ছ্যাঁকা, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

পুজোর আগে ফের জ্বালানির ছ্যাঁকা, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

কলকাতা: পুজোর মুখে ফের জ্বালানির ছ্যাঁকা৷ ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম৷ কলকাতায় প্রতি লিটার তেলের দাম বাড়ল ২৯ পয়সা৷ আর লিটার প্রতি ৩০ পয়সা বাড়ল ডিজেলের দাম৷ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়ানোয় মহালয়ার আগের দিন ফের মাথায় হাত মধ্যবিত্তের৷ 

আরও পড়ুন- বাড়ছে ভাগীরথীর জল, পুজোয় ফের বানভাসি হতে পারি শান্তিপুর

মঙ্গলবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩ টাকা ৩৬ পয়সা৷ প্রটি লিটার ডিজেলের দাম হল ৯৪ টাকা ১৭ পয়সা৷ উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর পর তিন দিন দাম বেড়েছিল জ্বালানির৷ এদিকে পুজোর ঠিক মুখে তেলের দাম বাড়ায় দুশ্চিন্তায় মধ্যবিত্ত মানুষ৷ 

করোনা পরিস্থিতি এখনও যায়নি৷ তার মধ্যেই ক্রমাগত বাড়ছে জ্বালানি তেলের দাম৷ এদিকে পরিবহণ খরচ বাড়ায় তাঁর প্রভাব পড়বে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরেও৷ এদিকে, গতকালই বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম৷ ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বেড়েছে ৩৫ টাকা। কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১,৮০৫ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় পুজোয় বাড়বে রেস্তোরাঁর খরচও৷ ফলে সমস্যায় পড়বে সাধারণ মানুষ৷

অন্যদিকে প্রাকৃতিক গ্যাসের দাম ৬২ শতাংশ দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যার জেরে দাম বাড়তে পারে সিএনজি-র৷ তেমনাই আশঙ্কা৷ উল্লেখ্য বিদ্যুৎ উৎপাদন, সার তৈরিতেও ব্যবহার করা হয় প্রাকৃতিক গ্যাস। বাড়তে পারে সারের দামও৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 2 =