জন্মাষ্টমীতে গোপাল প্রতিষ্ঠার আগে জানুন এই বিশেষ নিয়ম

কলকাতা: আজকাল ঘরে ঘরে জন্মাষ্টমী পুজো হয়। ওইদিন বাড়িতে গোপাল পুজো করা খুব শুভ। যদি ঠাকুরঘরে এবার গোপাল পুজো করতে চান, তাহলে ওই দিনই গোপাল…

কলকাতা: আজকাল ঘরে ঘরে জন্মাষ্টমী পুজো হয়। ওইদিন বাড়িতে গোপাল পুজো করা খুব শুভ। যদি ঠাকুরঘরে এবার গোপাল পুজো করতে চান, তাহলে ওই দিনই গোপাল কিনে স্থাপন করে পুজো করা উচিত।

সে ক্ষেত্রে কি ধরনের মূর্তি এনে পুজো করবেন তা জানা উচিত। মাথায় রাখা উচিত, গোপালের মূর্তি বুড়ো আঙুলের মাপ বা ৩ ইঞ্চি পর্যন্ত হয়। কিন্তু বাড়ির ঠাকুরঘরে রাখা সিংহাসনে কোনও বড় মূর্তি রাখবেন না বা প্রতিষ্ঠা করবেন না।প্রতিষ্ঠার পর জন্মাষ্টমীর দিন লাড্ডু গোপালকে গঙ্গাস্নান করিয়ে গা মুছিয়ে সুন্দর করে সাজাতে হবে। ছোট্ট গোপালের প্রিয় খাবারগুলো রেঁধে ভোগ হিসেবে নিবেদন করুন। সঙ্গে গোপালের প্রিয় সাদা মিষ্টি, মিছরি, লাড্ডু, হালুয়া, দুধ, দই, ক্ষীর নিবেদন করতে পারেন। ওই দিনে বাড়িতে নিয়ম ও আচার মেনে গোপালের পুজো করা হলে কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়।