জীবনে উন্নতির জোয়ার! গণেশ চতুর্থীর দিন মানুন এই টোটকা

কলকাতা: ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার শ্রীশ্রী গণেশ চতুর্থী। এই দিন কিছু সহজ টোটকা পালনের মাধ্যমে জীবনের নানা সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। এক, একটা…

কলকাতা: ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার শ্রীশ্রী গণেশ চতুর্থী। এই দিন কিছু সহজ টোটকা পালনের মাধ্যমে জীবনের নানা সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

এক, একটা ছোট কাঠের চৌকিতে গণেশের মূর্তি স্থাপন করতে হবে। প্রথমে চৌকির ওপর কিছুটা গম ও মুগডাল ছড়িয়ে দিন। তার ওপর লাল কাপড় পেতে তাতে গণেশের মুর্তি স্থাপন করুন।
দুই, ঠাকুরের আসনটা পূর্ব দিকে বা উত্তর দিকে স্থাপন করতে হবে।
তিন, সাধ্যমতো নৈবেদ্য দিন। সঙ্গে ঘি এবং গুড় রাখলে ভাল। এই প্রসাদ গরুকে খাওয়ান, শুভ ফল পাবেন।
চার, বাড়িতে যদি বিবাহযোগ্য কেউ থাকেন, তা হলে এই দিন গণেশকে মালপোয়া অর্পণ করুন।
পাঁচ, পুজোর সময় গণেশের মূর্তির বাঁ দিকে রাখুন এক গুচ্ছ দূর্বা।
ছয়, গণেশকে মোদক এবং হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন।
সাত, গণেশ পুজোর দিন ১০৮ বার গণেশ মন্ত্র পাঠ করুন।