জন্মাষ্টমীতে ভুলেও করবেন না এই কাজগুলো! হবে সর্বনাশ

কলকাতা: জ্যোতিষীরা বলেন, জন্মাষ্টমীর দিনে এমন কিছু কাজ রয়েছে যা করা নিষিদ্ধ। যেমন চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটবেন না। তাছাড়া, জন্মাষ্টমীর দিন ভুল করেও কালো…

কলকাতা: জ্যোতিষীরা বলেন, জন্মাষ্টমীর দিনে এমন কিছু কাজ রয়েছে যা করা নিষিদ্ধ। যেমন চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটবেন না। তাছাড়া, জন্মাষ্টমীর দিন ভুল করেও কালো কাপড় ব্যবহার করা উচিত নয়। কিংবা ভগবান শ্রী কৃষ্ণকে কালো পোশাকে শোভিত করা উচিত নয়। এটি করা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা বিশ্বাস করা হয় যে লাড্ডু গোপাল গরু-বাছুর খুব পছন্দ করেন। তাই জন্মাষ্টমীর দিন বাড়ির প্রথম খাবার গরু বাছুরকে খাওয়ান। আপনার বাড়ির কাছে কোনও গরু বা বাছুর এলে তা তাড়াবেন না। জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ভাঙা উচিত নয় বলে বিশ্বাস করা হয়৷ তুলসী পাতায় দেবী লক্ষ্মী বাস করেন। এটা করলে পুরো পুজোটাই ব্যর্থ হয়ে যাবে।

জানিয়ে রাখি, এবার ২৬ অগাস্ট জন্মাষ্টমী উৎসব উদযাপিত হবে। অষ্টমী তিথি ২৬ অগাস্ট সকাল ৮.২০ থেকে শুরু হচ্ছে, যা পরের দিন ২৭ অগাস্ট সকাল ৬.৩৪ মিনিটে শেষ হবে। রোহিণী নক্ষত্রও ২৬শে অগাস্ট রাত ৯.১০টা থেকে শুরু হচ্ছে, যা পরের দিন রাত ৮.২০ পর্যন্ত চলবে।