ভারতের এই শিবমন্দির রহস্যের আধার! রয়েছে ঈশ্বরের পাথর

রহস্যে মোড়া এই শিব মন্দির বন্ধ মন্দিরে ৬ মাস ধরে জ্বলতে থাকে প্রদীপ! আষ্টেপৃষ্ঠে মন্দিরকে জড়িয়ে রয়েছে আলাদা এক মাহাত্ম্য। “ঈশ্বরের পাথর” রয়েছে এখানে, বাঁচায়…

Kedarnath Temple

রহস্যে মোড়া এই শিব মন্দির

বন্ধ মন্দিরে ৬ মাস ধরে জ্বলতে থাকে প্রদীপ! আষ্টেপৃষ্ঠে মন্দিরকে জড়িয়ে রয়েছে আলাদা এক মাহাত্ম্য। “ঈশ্বরের পাথর” রয়েছে এখানে, বাঁচায় সব বিপদ থেকে। জানেন কোন রহস্যে মোড়া ভারতের এই শিব মন্দির?

কেদারনাথ (Kedarnath Temple)

উত্তরাখণ্ডের চারধামের অন্যতম এই কেদারনাথ মন্দির। এখানেই টানা ৬ মাস ধরে জ্বলতে থাকে সেই কথিত আছে, কেদারনাথ ধামের দরজা ছয় মাসের জন্য বন্ধ হয়ে গেলেও সেখানে একটি অক্ষয় প্রদীপ। অদ্ভুত না? হ্যাঁ ৬ মাস কেদারনাথ ধাম বরফে ঢাকা থাকে। এই সময়েই সকলের আড়ালে কী ঘটে মন্দিরের ভেতর? শুনলে চমকে উঠবেন। ওই দীপাবলির পরে শীতের আমেজ শুরু হওয়ার সাথে সাথেই যখন বন্ধ হয়ে যায় কেদারনাথের দরজা তখন থেকে ৬ মাস পর এপ্রিলে গ্রীষ্মে রং সময় ফের চারধাম যাত্রা সাধারণের জন্য খোলা পর্যন্ত মন্দিরের ভিতরে একটি বড় প্রদীপ জ্বলজ্বল করে জ্বলতে থাকে। কীভাবে? উত্তর জানা নেই কারোর।

সত্যিই ঈশ্বরের মহিমা (Hindu tradition)

আজ পর্যন্ত মন্দিরের গায়ে আঁচড় কাটতে পারেনি কেউ। প্রকৃতির রোষানলে পড়েও কেদারনাথ কীভাবে বেঁচে গেছে? শুনলে বলবেন সত্যিই ঈশ্বরের মহিমা। এই পাথরটাই সব, এর আলাদাই মাহাত্ম্য রয়েছে। তাই, ২০১৩ সালের বিধ্বংসী বন্যায় যখন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় এই তীর্থক্ষেত্র, মনে করা হয়েছিল গত ১০০ বছরেও এত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আসেনি। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল তখনও প্রবল জলের তোড়ে আশপাশের সব কিছু ভেসে গেলেও তেমন কোনও আঁচড় লাগেনি কেদারনাথ মন্দিরের গায়ে।

ঈশ্বরের পাথর ( Kedarnath Temple mythology)

একটি অতিকায় পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে ঠিক কেদারনাথ মন্দিরের পেছনে মন্দিরকে আড়াল করে দাঁড়ায়। এই পাথরের জন্যই উপরের চোরাবালি তাল থেকে উপচে আসা প্রবল জলের তোড় সরাসরি মন্দিরের গায়ে আঘাত করতে পারেনি। পাথরটিকে ভীম শিলা বা ঈশ্বরের পাথর বলা হয়। স্বয়ং ঈশ্বর কেদারনাথ মন্দির রক্ষা করার জন্য ভীম শিলা পাঠিয়েছিলেন বলে মনে করা হয়।

প্রাণে বাঁচতে কেদারনাথ মন্দিরের আশ্রয়

যে পাথরের কারণে বেঁচে গেছিলেন বহু মানুষ।‌ ২০১৩-র ১৬ জুন যখন প্রবল জলস্রোত এসে আছড়ে পড়েছিল কেদারনাথে, তখন প্রাণে বাঁচতে বহু মানুষ কেদারনাথ মন্দিরের ভেতরে আশ্রয় নেন। ভারতীয় সেনা হেলিকপ্টার নিয়ে এসে তাঁদের এয়ারলিফ্ট না করা পর্যন্ত তাঁরা সেখানেই আটকে থাকেন। ভীমশিলা মন্দিরকে রক্ষা করায় তাঁরা প্রাণে বেঁচে যান। না হলে হতাহতের সংখ্যা আরও অনেক বাড়ত।

ভীম শিলা

সবথেকে অবাক বিষয়, জলের স্রোতের সঙ্গেই গড়িয়ে আসলেও ঠিক মন্দির থেকে কয়েক মিটার দূরে সেদিন আটকে গিয়েছিল ভীম শিলা। না হলে প্রচণ্ড বেগে ওই বিশাল পাথর এসে মন্দিরের গায়ে আছড়ে পড়লে সব শেষ হয়ে যেতে পারত। কিন্তু হয়নি। আসলে এই কেদারনাথে সবটাই যেন হিসেব নিকেষ করে হয়। সবটাই ঈশ্বরের মহিমা। কেদারনাথ জুড়ে শুধুই রহস্যের ঘনঘটা।

মা কালীর চার বোন থাকেন যে গ্রামে, আসুন পরিচয় করি

বিদেশের মাটিতে রয়েছে বহু বিখ্যাত মন্দির, জানেন সেগুলি কোথায়?

রামমন্দিরের দান বাক্স উপচে প্রথম দিনেই কোটি কোটি টাকা দান !

জ্ঞানবাপী মসজিদের নিচে ছিল হিন্দু মন্দির! প্রকাশ্যে ASI রিপোর্ট

Explore the fascinating Kedarnath Temple, delving into its rich history, unique architecture, and captivating mythology. Uncover why this sacred site holds a significant place in Hindu tradition and attracts pilgrims worldwide.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *