সংসারে সুখ-অর্থ-সৌভাগ্য উপচে পড়বে! কৌশিকী অমাবস্যায় মানুন সহজ টোটকা

কলকাতা: সেপ্টেম্বরেই পালিত হবে ভাদ্রপদ অমাবস্যা। শুধু ভাদ্র মাসের অমাবস্যায় নয়, এদিন পালিত হবে কৌশিকী অমাবস্যাও। এই অমাবস্যায় যেগুলো করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ…

কলকাতা: সেপ্টেম্বরেই পালিত হবে ভাদ্রপদ অমাবস্যা। শুধু ভাদ্র মাসের অমাবস্যায় নয়, এদিন পালিত হবে কৌশিকী অমাবস্যাও।

এই অমাবস্যায় যেগুলো করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ উপকার হবে, অনেক বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসে সেগুলো এই প্রতিবেদনে রইল।

১। প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দর ভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সে দিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্র যেন না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন।

২। এই অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে।

৩। জীবনের সব সমস্যা, সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন। আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধাবিপত্তি দূর হয়ে যাবে।