শ্রাবণে ভুলেও শিবকে এগুলো অর্পণ করবেন না! বিপদ হবে

কলকাতা: জ্যোতিষশাস্ত্রে, শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তরা মনে করেন এই মাসের শিবের আরাধনা করলে জীবনে এগোনো যায়, সব ইচ্ছে পূরণ হয়। সেক্ষেত্রে একটু ভুল…

কলকাতা: জ্যোতিষশাস্ত্রে, শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তরা মনে করেন এই মাসের শিবের আরাধনা করলে জীবনে এগোনো যায়, সব ইচ্ছে পূরণ হয়। সেক্ষেত্রে একটু ভুল করলে সব পণ্ড হতে পারে।

তাই তুলসী পাতা নিবেদন করবেন না। ভগবান শিবকে কখনওই তুলসী পাতা নিবেদন করবেন না। ভগবান শিবের উপাসনায় তুলসীর ব্যবহার করা একদমই উচিত নয়।

শঙ্খে জল নিবেদন করবেন না। শিবের যখন পুজো করবেন তখন শঙ্খে জল দেবেন না।

মহাদেবের পুজো করার সময় ভুলেও হলুদ ফুল নিবেদন করবেন না। এতে মহাদেব রেগে যান। কারণ হলুদ রঙ নারীদের সঙ্গে সম্পর্কিত। শিবলিঙ্গে হলুদ মাখানো একদমই উচিত নয়। তাই আগেই সাবধান হোন।

অনেকেই শিব ঠাকুরকে ডাবের জল দিয়ে পূজো দেন, তা কিন্তু ভালো। তবে কখনোই নারকেলের জল দেবেন না।