সংখ্যাতত্ত্ব মেনেই শপথ নিলেন মোদী? আসল ফ্যাক্ট জানুন

৯ তারিখ শপথ… (Narendra Modi swearing-in astrology) ৯ তারিখে মোদী এমন কি দেখলেন যে শপথ নিলেন সেদিনই? জানেন এই বিশেষ দিনটা কেন বেছে নেওয়া হয়েছে?…

Modi Astrology and numerology  astrology narendra modi swearing

৯ তারিখ শপথ… (Narendra Modi swearing-in astrology)

৯ তারিখে মোদী এমন কি দেখলেন যে শপথ নিলেন সেদিনই? জানেন এই বিশেষ দিনটা কেন বেছে নেওয়া হয়েছে? এমনিতে তো মোদীর লাকি নম্বর অন্য, কিন্তু জ্যোতিষ শাস্ত্র কি বলছে? ৯ তারিখ শপথ নেওয়ার পেছনে কী কী কারণ লুকিয়ে? জানলে বুঝবেন নিউমারোলজিকে কতটা গুরুত্ব দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীও।

বিনায়ক চতুর্থী

সাফল্যের সিঁড়ি বেয়ে আপনিও অনেক উঁচুতে উঠতে চান? মন দিয়ে পড়ুন এই প্রতিবেদন। ৯ জুন মোদীর জন্য সত্যিই খুব ইম্পরট্যান্ট ছিল। ছিল একগুচ্ছ শুভ তিথি। সাধেই কী এই দিনে নরেন্দ্র মোদী ছাড়াও তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নিলেন? কিন্তু মোদীর লাকি নম্বর কিন্তু মোটেও নয় বা নাইন না। তারপরেও ৯ তারিখ বেছে নেওয়ার পেছনে কি কারণ? জ্যোতিষশাস্ত্র বলছে, চলতি বছরের জুন মাসের বিনায়ক চতুর্থী ১০ জুন। তবে এই তিথি শুরু হয়েছিল ৯ জুন।

মোদীর লাকি সংখ্যা কত? Astrology

গণপতি পুজোর জন্য বিনায়ক চতুর্থীর শুভ তিথি শুরু হয় ৯ জুন দুপুর ৩.৪৪ মিনিট থেকে। এদিকে, নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ শুরু হয় সন্ধ্যা ৭.১৫ মিনিটে। ফলে বিনায়ক চতুর্থী তিথির মধ্যেই এই শপথপাঠের সময় ছিল। যদিও সেসব মেনেই সময় দিন ঠিক করা হয়েছিল কিনা সেটা জানা যায়নি। কিন্তু নিউমারোলজির গুরুত্ব রয়েছে মোদীর কাছে। প্রধানমন্ত্রী মোদীর ভাগ্যবান সংখ্যা কত জানেন?

জ্যোতিষ শাস্ত্রীয় গণনা Astrology and numerology

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন। সংখ্যা তত্ত্ব অনুসারে তার মূলাঙ্ক ৮। আর সংখ্যা তত্ত্বে ৮ নম্বরকে শনিদেবের সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। ৮ নম্বর মূলংকের শাসক গ্রহ হল শনি। তাই ৮ নম্বর মুলাঙ্কের লোকেরা শনি দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হন। আর যেহেতু জ্যোতিষ শাস্ত্রীয় গণনা এবং সংখ্যা তত্ত্ব উভয় দিক থেকেই ৮ নম্বরটি মোদীর জন্য অত্যন্ত শুভ, তাই বলা হয় প্রধানমন্ত্রী নাকি তার সমস্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা এবং সিদ্ধান্ত ৮ নম্বর অনুসারেই গ্রহণ করেন।

নতুন কাজ শুরুর শুভ সময় astrological significance

কিন্তু, ৯ জুন এর বৃদ্ধি যোগ, পুনর্বাসু নক্ষত্র, রবি পুষ্য যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, তৃতীয়া তিথি। এগুলো যাবে কোথায়? আসলে বিশিষ্ট সব জ্যোতিষীদের মতে ৯ জুন ভোর থেকে বৃদ্ধি যোগ, তারপরই ছিল ধ্রুব যোগ। যে ধ্রুব যোগের সময়কালে কোনও ভালো কাজ করা শুভ। এছাড়াও, এদিন সন্ধ্যা ৮.২০ মিনিট পর্যন্ত ছিল পুনর্বাসু নক্ষত্র। ওই সময়ের মধ্যে শপথ পাঠ হয়েছে নরেন্দ্র মোদীর। জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন, ওই সময়টাও যেকোনও নতুন কাজ করা খুবই শুভ।

তাহলে কি এইসব কারণেই ৯ তারিখকে বেছে নেওয়া? এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি আজ বিকেল।

Astrology and Spirituality:  Discover the astrological and numerological significance of Narendra Modi‘s swearing-in ceremony on 9th June 2024. Explore the auspicious tithi, planetary alignments, and what the stars predict for his tenure.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *