প্রয়াত ‘হ্যারি পটার’-এর প্রফেসর, ‘কিংবদন্তি’ ডেম ম্যাগি স্মিথকে শ্রদ্ধা হলিউডের

Dame Maggie Smith passes away কলকাতা: ‘হ্যারি পটার’-এর অনুরাগীদের মনে শোকের ছায়া। চলে গেলেন ‘হ্যারি পটার’-এর প্রফেসর ‘মিনার্ভা ম্যাকগোনাগল’ তথা ডেম ম্যাগি স্মিথ। শুক্রবার লন্ডনের…

Dame Maggie Smith passes away

Dame Maggie Smith passes away

কলকাতা: ‘হ্যারি পটার’-এর অনুরাগীদের মনে শোকের ছায়া। চলে গেলেন ‘হ্যারি পটার’-এর প্রফেসর ‘মিনার্ভা ম্যাকগোনাগল’ তথা ডেম ম্যাগি স্মিথ। শুক্রবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। (Dame Maggie Smith passes away)

 

‘কিংবদন্তি’ অভিনেত্রী Dame Maggie Smith passes away

ডেম ম্যাগি স্মিথ একজন ‘কিংবদন্তি’ অভিনেত্রী৷ ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রী-সহ, তার দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য সহকর্মী তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। স্মিথকে ‘জাতীয় রত্ন’ হিসেবে উল্লেখ করেছেন৷ স্যার কির স্টারমার বলেন, “স্মিথ তাঁর বিশাল প্রতিভার জন্য বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।’’

smith2

স্মরণ করলেন ড্যানিয়েল রাডক্লিফ

‘হ্যারি পটার’ সিরিজের তারকা ড্যানিয়েল রাডক্লিফ আবার তাঁকে স্মরণ করেছেন তাঁর ‘তীব্র বুদ্ধিমত্তা’ এবং ‘তীক্ষ্ণ বাচনভঙ্গি’র জন্য৷ মিরিয়াম মার্গোলেস তাঁকে ‘সেরার মধ্যে সেরা’ বলে উল্লেখ করেছেন, যিনি ‘তীব্রতা, কৌতুকের আভাস, আনন্দ এবং কোমলতা’র মেলবন্ধন ঘটিয়েছিলেন৷

মার্গোলেস  আরও বিবিসি-কে আরও বলেন, ‘‘বিশাল সাহস। আমি তার প্রতি মুগ্ধ ছিলাম, যেমন সব সহকর্মীরা ছিলেন, আমি দেখেছি তিনি কতটা দয়ালু হতে পারেন – পাশাপাশি ভয়ঙ্করও।’’

প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রে অভিনয়

ডেম ম্যাগি ছিলেন স্টেজ এবং পর্দার একজন দক্ষ তারকা, যার কেরিয়ার ছিল দীর্ঘ আট দশকের৷ ‘হ্যারি পটার’ ছবিতে তিনি খ্যাতিমান প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল চরিত্রে অভিনয় করে গোটা বিশ্বের মন জিতেছিলেন৷

অন্যান্য ছবি

শুধু ‘হ্যারি পটার’ই নয়। ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অফ মিস জঁ বর্দি’ ছবির জন্য অস্কার পুরস্কার জেতেন ম্যাগি। ১৯৭৮ সালে অস্কারজয়ী ছবি ‘ক্যালিফোর্নিয়া সুট’-এও তাঁর অভিনয় নজর কেড়েছিল৷ এছাড়াও তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছ-, ‘দ্য বেস্ট এক্সটিক ম্যারিগোল্ড হোটেল’, ‘কোয়ার্টেট’, ‘ওথেলো’, ‘ট্রাভেলস উইথ মাই আন্ট’, ‘রুম উইথ আ ভিউ’, ‘গোসফোর্ড পার্ক’। এছাড়া টিভি সিরিজ ‘ডাউনটন অ্যাবি’-তেও অভিনয় করেছিলেন ম্যাগি।

আরও পড়ুন-

মুক্তি পেল জুনিয়র এনটিআর-এর “ডেভারা”!

দশ বছরের ছোট স্বামীর থেকে বিভোর্স চেয়ে আদালতে ঊর্মিলা,

ফের ঝড় তুলতে আসছে ‘থান্ডারবোল্টস’! 

অস্কারের মঞ্চে ভারতের বাজি ‘লাপাতা লেডিস’!

 

Entertainment: Harry Potter fans mourn the loss of Professor McGonagall, Dame Maggie Smith. The legendary actress passed away at 89 in London. Known for her iconic roles and immense talent, she leaves behind a legacy cherished by many. Tributes pour in from colleagues and fans worldwide.