আজ বিশ্ব পর্যটন দিবস, জানেন এ বছরের থিম কী? আয়োজকই বা কোন দেশ? World Tourism Day 2024

World Tourism Day 2024 কলকাতা: ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা..!!’ একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে বাক্স-প্যাটরা বেঁধে ভিন দেশ, ভিন রাজ্য, কিংবা ভিন জেলায়…

World Tourism Day

World Tourism Day 2024

কলকাতা: ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা..!!’ একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে বাক্স-প্যাটরা বেঁধে ভিন দেশ, ভিন রাজ্য, কিংবা ভিন জেলায় ঘুরতে বেরিয়ে পড়েন অনেকেই৷ অজানাকে চেনার ইচ্ছাতেই ছুটে বেরান তাঁরা৷ সেই রকম ভ্রমণপিপাসু মানুষদের জন্যেই আজকের এই দিনটা৷ হ্যাঁ, আজ বিশ্ব পর্যটন দিবস৷ (World Tourism Day 2024)

অর্থনীতিতে পর্যটনের ভূমিকা World Tourism Day 2024

অর্থনীতিতে পর্যটনের ভূমিকা, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবকে স্বীকৃতি দিতে ফি বছর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়৷। পর্যটন শিল্পকে একটি দৃঢ় বুনিয়াদের উপর প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য৷

প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। এ বছর বিশ্ব পর্যটন দিবসের থিম ‘পর্যটন ও শান্তি’৷ বিশ্বব্যাপী যে ভাবে সংঘাত ও বিভাজনের পরিবেশ গড়ে উঠেছে, তাতে এই থিম নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ৷

করোনা পরবর্তী বিশ্বে নতুন করে পর্যটন শিল্পে জোয়ার এসেছে৷ তবে এখন বিশেষ জোর দেওয়া হচ্ছে পরিবেশ-বান্ধব অনুশীলন এবং পর্যটনকে ঘিরে গড়ে ওঠা ছোট ব্যবসার উপর। কম পরিচিত গন্তব্যগুলিকে আরও বেশি করে প্রচারের আলোয় নিয়ে আসার কথা ভাবা হচ্ছে।

বিশ্ব পর্যটন দিবস ২০২৪-এর আয়োজক দেশ

এই বছর আনুষ্ঠানিক বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হবে জর্জিয়ায়৷ তারাই এই বছরের আয়োজক দেশ। দায়িত্বশীল ভ্রমণকে অগ্রাধিকার দিয়ে সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের ভূমিকা তুলে ধরাই হবে এই উৎসবের লক্ষ্য৷

আরও পড়ুন-

দেউলিয়া বাংলাদেশ? ইউনূসকে ভরসা করাই ভুল! |

এবার শুকিয়ে কাঠ হবে পাকিস্তান? 

পপকর্ন বানিয়ে ভাইরাল মহিলা!

ভারতের কোনও অংশকে ‘পাকিস্তান’ বলতে পারেন না, 

National: Explore World Tourism Day 2024, focusing on ‘Tourism and Peace’. Understand tourism’s economic, social, and cultural roles. Discover eco-friendly practices and Georgia’s efforts in promoting responsible travel. Join the global celebration on September 27.