বন্ধ ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’-এর আট অ্যাকাউন্ট, বাজেয়াপ্ত সাড়ে সাত কোটি, আদালতে জানাল ইডি

বন্ধ ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’-এর আট অ্যাকাউন্ট, বাজেয়াপ্ত সাড়ে সাত কোটি, আদালতে জানাল ইডি

ed

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার মুখবন্ধ খামে হাই কোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই ও ইডি। সেই রিপোর্টে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য৷  ইডি জানায়, নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ থাকা লিপস অ্যান্ড বাউন্ডসের আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে সাত কোটি টাকা৷ ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার ওই আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ‘লিপ‌্স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সিইও পদে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়।

এদিন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, ‘চিকিৎসকদের নিয়ে একটি টিম গঠন করবে ইডি৷ যাঁরা সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে দেখবে৷  লিপস অ্যান্ড বাউন্স-এর সঙ্গে যুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রকে আগেই গ্রেফতার করেছিল ইডি। সেই মামলার প্রেক্ষিতেই অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =