বাজেট ২০২০: ভারতের প্রথম বাজেট পেশ করেন এক বিদেশি! জানেন কে?

বাজেট ২০২০: ভারতের প্রথম বাজেট পেশ করেন এক বিদেশি! জানেন কে?

3 stocks recomended

 

নয়াদিল্লি: সংবিধানের আর্টিকেল ১১২ অনুযায়ী দেশের সরকারকে সংসদে দাঁড়িয়ে আগামী অর্থবর্ষের জন্য বাজেট পেশ করতে হয়৷  জেনে রাখতে পারেন ভারতের প্রথম বাজেট পেশ হয় ১৮ ফেব্রুয়ারি৷ সাল ১৮৬৯৷ ভারতে ব্রিটিশ সরকার ওই বাজেট পেশ করে৷ কিন্তু, স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করা হয় ১৯৪৭ সালের ২৬ নভেম্বর৷ প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মন্ত্রিসভার প্রথম অর্থমন্ত্রী আর কে সম্মুখম চেত্তি প্রথম বাজেট পেশ করেন৷

ব্রিটিশ ভারতে প্রথম বাজেট পেশ করেন জেমস উইলসন৷ উপরেই সাল তারিখ লিখে দেওয়া হয়েছে৷ তৎকালীন বিশ্বে এই ব্রিটিশ অর্থনীতিবিদ দিকপাল হিসাবে পরিচিত ছিলেন৷ ব্রিটিশ ভারতীয় কাউন্সিলে 'ফিন্যান্স মেম্বার' ছিলেন উইলসন৷ সরাসরি ভাইসরয়কে পরামর্শ দিতেন৷ দারিদ্রতার সঙ্গে লড়াই করে উঠে এসেছিলেন এই অর্থনীতিবিদ৷ পরবর্তীকালে, বামপন্থী দার্শনিক, মার্ক্সসিজমের প্রবক্তা , কার্ল মার্ক্স উইলসনের প্রসংশা করেছিলেন৷ উইলসন লন্ডনের প্রখ্যাত 'দ্য ইকোনমিস্ট' পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন৷

অনেকেই হয়ত জানেন না, ভারতের প্রথম অর্থমন্ত্রী কংগ্রেসি ছিলেন না৷ স্বাধীনতার সঠিক অনুভূতি ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অ-কংগ্রেসিদেরও নিজের ক্যাবিনেটে সুযোগ দিয়েছিলেন৷ যেমন বি আর আম্বেদকর৷ প্রথম অর্থমন্ত্রী স্যার আর কে সম্মুগম চেত্তি স্বাধীনতার আগে এক শিল্পপতি এবং কোচিনের ডিওয়ান ছিলেন৷

তবে সারা ভারতের প্রথম সংগঠিত বাজেট পেশ হয় ১৯৪৯-৫০ সালে৷ অর্থমন্ত্রী ছিলেন জন মাথাই৷ সম্পুর্ন বাজেট না পড়ার সিদ্ধান্ত নেন তিনি৷ বদলে, সদস্য দের শ্বেতপত্র দিয়ে দেন৷ সেখানেই বাজেটের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পড়ে নিতে বলেন তিনি৷ এই বাজেটের 'প্ল্যানিং কমিশন' এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরির কথা বলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =