নয়াদিল্লি: ২০২০ সালের বাজেট সাধারণ মানুষের জন্যই প্রস্তুত করা হচ্ছে৷ এই বিষয়ে অর্থ মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় অগে থেকেই প্রচার শুরু করবেন৷ জানা গি্য়েছে জানুয়ারির ২২ তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় অর্থ মন্ত্রকের তরফে চলতি বছরের বাজেটের প্রচার শুরু করে দেওয়া হবে৷
অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই প্রচারের নাম দেওয়া হয়েছে হ্যাজট্যাগ আর্থ শাস্ত্রী৷ প্রচারের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে অর্থনীতির খুঁটিনাটি বোঝানো হবে৷ জানানো হয়েছে, সাধারণ মানুষকে বোঝানোর জন্য ভিডিও ও বেশ কিছু অ্যানিমেশনের ব্যবহার করা হবে৷ খুব সরল উপায়ে সাধারণ মানুষ থেকে পড়ুয়ারা যাতে বাজেট বুঝতে পারে, সেই কারণেই এই ব্যবস্থা করা হচ্ছে বলে অর্থ মন্ত্রকের এর আধিকারিক দাবি করেছেন৷ সাধারণ মানুষকে বোঝাতে গিয়ে অর্থ মন্ত্রক গত বছরের বাজেটের প্রসঙ্গ তুলবেন বলে ডানা গিয়েছে৷
এই বিষেয় দেশের অর্থ মন্ত্রকের তরফে একটি টুইট করা হয়েছে৷ সেখানে জানানো হয়েছে, ‘ আগ্রহা ছাত্র প্রফেসার শাস্ত্রীর ক্লাসে নিজের প্রশ্ন উজার করে দিয়েছেন৷ এখন দেখার বিষয় প্রফেসর শাস্ত্রী কিভাবে কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতে পারেন৷ আগামী ২২ জানুয়ারি থেকে এই ক্লাস শুরু হচ্ছে৷ দেখা যাক এই ক্লাসে কী হয় ?” অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আর কী কী দেওয়া হল সেই নিয়েই হবে এই প্রচার৷ ভারতের আঞ্চলিক ১২টা ভাষাতে হ্যাসট্যাগ আর্থ শাস্ত্রী মাধ্যমে বাজেটের প্রচার করা হবে বলে জানা গিয়েছে৷ অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই প্রচার ২৯ জানুয়ারি পর্যম্ত চলবে৷ ২০২০-২১ –য়ের বাজেট ১ ফেব্রুয়ারি পেশ হবে বলে মনে করা হচ্ছে৷