জমিনে বাইরে আসা অনুব্রতর কতটা গুরুত্ব থাকবে তৃণমূলে?

Anubrata Mondal Bail Impact on TMC নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল সদ্য জামিন পেয়েছেন। তাতে তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। এখন…

Anubrata Mondal Bail Impact

Anubrata Mondal Bail Impact on TMC

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল সদ্য জামিন পেয়েছেন। তাতে তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। এখন প্রশ্ন হল জামিন পেয়ে বাইরে আসার পর অনুব্রত মণ্ডলের কি তৃণমূলে আগের মতোই গুরুত্ব থাকবে? নাকি গুরুত্ব একটু হলেও কমবে? অনুব্রতকে কি আগের মতোই স্ব-মেজাজে দেখা যাবে? নাকি নিজেকে একটু গুটিয়ে রাখবেন তিনি? এই সমস্ত প্রশ্ন নিয়ে জোর জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। (Anubrata Mondal Bail Impact on TMC)

anubrata hospital
অনুব্রত

সাফল্য ধরে রাখে তৃণমূল Anubrata Mondal Bail Impact on TMC

ঘটনা হল অনুব্রত গ্রেফতার হওয়ার পর বীরভূম নিয়ে ব্যাপক চিন্তায় পড়ে গিয়েছিল তৃণমূল। অনুব্রত-হীন বীরভূমে কি তৃণমূলের আধিপত্য বজায় থাকবে, সেখানে কি বিজেপি বা সিপিএম-কংগ্রেসের জোট মাথা তুলে দাঁড়াবে, এমন চর্চা অনুব্রত গ্রেফতার হওয়ার পরই শুরু হয়ে গিয়েছিল। পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে নিজেদের সাফল্য ধরে রাখে তৃণমূল। এরপর লোকসভা নির্বাচনেও বোলপুর এবং বীরভূম দুটি কেন্দ্র থেকেই তৃণমূল বড় ব্যবধানে জয় পায়। অনুব্রত মণ্ডল ছাড়াই মসৃণ ভাবে একের পর এক নির্বাচনে তৃণমূল জয়ের ধারা অব্যাহত রেখেছে বীরভূমে। তাই অনুব্রত জেলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছিল তৃণমূলে, যখন মনে হয়েছিল তিনি না থাকায় শাসক দল হোঁচট খাবে বীরভূমে, বাস্তবে তা কিন্তু দেখা যায়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি অনুব্রত মণ্ডল এখন জামিন পেয়ে বাইরে আসার পর তাঁকে আবার বীরভূম জেলা সভাপতির পদ ফিরিয়ে দেবে তৃণমূল? নাকি অনুব্রত জেলবন্দি থাকার সময় যেভাবে কোর কমিটির মাধ্যমে সম্মিলিত নেতৃত্বের মাধ্যমে বীরভূমে তৃণমূল চলছিল, সেভাবেই সবকিছু হবে? এটাও অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে।

anubrata birbhum 1

কেষ্ট ছাড়াও দল চলে

তবে তৃণমূল অনুব্রতকে নিয়ে যে সিদ্ধান্তই নিক না কেন, বীরভূমের ‘কেষ্ট’ এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে, তাঁকে ছাড়াও দল চলতে পারে। এই উপলব্ধি নিশ্চয়ই হয়েছে তাঁর। তাই আগামী দিনে রাজ্য রাজনীতিতে অনুব্রত মণ্ডলকে কোন ভূমিকায় দেখা যায় তারই অপেক্ষা।

আরও পড়ুন-

আরজি কর কাণ্ডে এবার সিবিআই রাডারে টিএমসিপি নেতা! 

‘এক দেশ এক নির্বাচনে’র পর বিজেপির লক্ষ্য লোকসভায় আসন বৃদ্ধি!

‘এক দেশ এক নির্বাচন’ হলে বিরোধীরা কেন অসুবিধায় পড়বে?

 

Politics: Anubrata Mondal’s recent bail raises questions about his future role in TMC. Will he regain his influence in Birbhum politics, or has the party moved on? Explore the implications of his release and the evolving dynamics within the TMC.