primary teacher
কলকাতা: প্রাথমিকের প্যানেল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। আগামী ১০ দিনের মধ্যে পর্ষদকে প্রাথমিকের প্রায় ৪৩ হাজার প্রার্থীর প্যানেল প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারুপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ পাশাপাশি বিচারপতির নির্দেশ, নির্দিষ্ট সময়ের মধ্যে পর্ষদ প্যানেল প্রকাশ করতে না পারলে আদালতে হার্ডকপি জমা দিতে হবে।
২০১৪ সালের টেটের নিয়োগকে কেন্দ্র করেই এই মামলা৷ ২০১৬ এবং ২০২০ সালে, দু’দফায় নিয়োগ প্রক্রিয়া শুরু করা। এই দুই নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহা পর্ষদকে প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর পর্ষদ হলফনামা দিয়ে আদালতকে জানায়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি প্যানেল প্রকাশ করা হয়েছে। কিন্তু ২০১৬ সালের নিয়োগের ক্ষেত্রে প্যানেল প্রকাশের নিয়ম নেই। পর্ষদের যুক্তি খারিজ করে বিচারপতি সিনহা প্রশ্ন তুলেছিলেন, পর্ষদ কি কাউকে আড়াল করতে চাইছে? সেই সঙ্গে অবৈধভাবে চাকরি পাওয়া ৯৪ জনের চাকরি বাতিলের কথাও জানিয়েছিলেন৷