নয়াদিল্লি: আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামান৷ বিগত কয়েক বছর ধরে দেশের আর্থিক মন্দা তো চলছিলই, এবার জানা গত ২০ বছরের মধ্যে ২০১৯-২০২০ আর্থিক বছরে সর্বনিম্ন প্রত্যক্ষ কর আদায় হয়েছে৷ স্বাভাবিকভাবেই এর ফলে কর্পোরেট কর ও আয়কর বাবদ উল্লেখযোগ্য রকম কম পরিমাণ কর জমা পড়বে সরকারের তহবিলে৷
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, পূর্ববর্তী অর্থবর্ষের থেকে এই অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার ১৭% অতিরিক্ত প্রত্যক্ষ কর সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছিল৷ কিন্তু দেশের অর্থনীতির যা অবস্থা তাতে লক্ষ্য পূরণ তো হল না, বরং এখনও পর্যন্ত দৃষ্টান্ত সৃষ্টিকারী কম পরিমাণ কর সংগ্রহ হয়েছে৷ শুধু তাই নয়, হ্রাস পেয়ে ৫% হতে চলছে জিডিপি৷ যা বিগত এক দশকের মধ্যে সবচেয়ে কম৷
গত কয়েক বছরের ধারা অনুসারে দেখা গিয়েছে, অর্থ বছরের শেষ কয়েক মাস কর সংগ্রহের পরিমাণ বছরের শুরুর থেকে বেশ কিছু অংশ বেশি হয়৷ কিন্তু এই বছরে সেই রকম কোনও ঘটনাও ঘটতে দেখা যায়নি৷ ফলে সব মিলিয়ে আগামী দিনে দেশের অর্থনীতি কোনও পথে দেশবাসীকে নিয়ে যাবে তা অর্থনীতি বিশারদদের বলা সত্যিই বেশ মুশকিলের৷