ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! মাটি হতে পারে সপ্তাহান্তে পুজোর কেনাকাটা

Heavy rain forecast কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো৷ আকাশে বাতালে আগমনীর সুর৷ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা৷ তার পরেই আসবেন দেবী মা৷  সপ্তাহান্তে পুজোর কেনাকাটা…

heavy rain forecast

Heavy rain forecast

কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো৷ আকাশে বাতালে আগমনীর সুর৷ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা৷ তার পরেই আসবেন দেবী মা৷  সপ্তাহান্তে পুজোর কেনাকাটা করার পরিকল্পনা করে রেখেছেন অনেকেই৷  তবে সেই পরিকল্পনায় জল পড়তেই পারে৷ কারণ আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনাচ্ছে৷ নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। (heavy rain forecast)

Bengal Weather Update Bengal Monsoon Depression Bengal Monsoon Depression
বৃষ্টি

তৈরি ঘূর্ণাবর্ত heavy rain forecast

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সোমবারের মধ্যে এই ঘূর্ণাবর্তটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে৷ আবহবিদদের পূর্বাভাস, উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ৷  সেই সঙ্গে নতুন করে সক্রিয় থাকবে মৌসুমী অক্ষরেখা৷

 

একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় রবিবার থেকে ফের দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি৷ সেই সম্ভাবনাই প্রবল। কলকাতা-সহ হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দক্ষিণে বৃষ্টি হলেও, উত্তরবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির হলেও হতে পারে৷

আরও পড়ুন-

ফের দক্ষিণের আকাশে নিম্নচাপের ভ্রুকুটি,

পরিষ্কার হচ্ছে আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কি?

সরেছে নিম্নচাপ, আজ থেকেই কমবে বৃষ্টির দাপট

দুয়ারে নিম্নচাপ! রাতভর মুশলধারে বৃষ্টি,

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ,দুর্যোগ পুরীতে

নিম্নচাপের জেরে বুধেও বৃষ্টি, হলুদ সতর্কতা কোন কোন জেলায়?

 

 Weather: Durga Puja 2024: As the festive season approaches, heavy rain is forecasted in Kolkata and South Bengal due to a low-pressure system in the Bay of Bengal. Plan your shopping accordingly to avoid disruptions. Stay updated with the latest weather news