জেলমুক্ত কেষ্ট! ১০ লক্ষ টাকা বন্ডে গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত Anubrata Mandal bail

Anubrata Mandal bail নয়াদিল্লি: গরু পাচার মামলায় অবশেষে মিল জামিন৷ বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট৷ ব্যক্তিগত ১০ লক্ষ টাকার বন্ডের…

Anubrata Mandal bail

Anubrata Mandal bail

নয়াদিল্লি: গরু পাচার মামলায় অবশেষে মিল জামিন৷ বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট৷ ব্যক্তিগত ১০ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।

ইডির মামলায় জামিন Anubrata Mandal bailAnubrata Mandal, bail

সিবিআইয়ের মামলায় আগই জামিন পেয়েছিলেন কেষ্ট। তবে ইডির মামলায় জামিন না মেলায় দিল্লির তিহাড় জেলেই থাকতে হয়েছিল তাঁকে৷ শুক্রবার ইডি-র মামলাতেও অনুব্রতর জামিন মঞ্জুর করল আদালত। ফলে অবশেষে জেলমুক্তি ঘটতে চলেছে অনুব্রতর৷ পুজোর আগেই বাড়ি ফিরবেন একদা বীরভূমের বেতাজ বাদশা। কিছু দিন আগে একই মামলায় জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডল৷

 

২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। ২০২৩ সালে একই মামলায় তাঁর মেয়ে সুকন্যাকে গ্রেফতার করে ইডি। এতদিন তিহাড় জেলেই বন্দি ছিলেন বাবা ও মেয়ে৷

আরও পড়ুন-

গুজরাতে নিয়ে গিয়ে সন্দীপকে নার্কো পরীক্ষা করাতে চায় সিবিআই!

ফের দক্ষিণের আকাশে নিম্নচাপের ভ্রুকুটি,

 Bengal: TMC leader Anubrata Mandal granted bail in cattle smuggling case by Delhi’s Rouse Avenue Court. Released on a ₹10 lakh bond, Mandal to return home before Puja. Previously granted bail in CBI case, now also in ED case. Daughter Sukanya Mandal also released earlier